খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুনে পুড়ে গেছে ৪৪টি অস্থায়ী দোকান। ফায়ার সার্ভিস প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। 
 
স্থানীয় লোকজন জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। এই দোকানগুলোতে ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, একজন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা করেন। এ ঘটনায় গতকাল রাতেই পুলিশ আসামি আবদুল মজিদকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী পরিবার নিয়ে ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি পাওনা টাকা আদায় করার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। গত সোমবার রাত ১১টায় ওই নারী বসতঘর থেকে খানিকটা দূরে টয়লেটে যাচ্ছিলেন। তখন আসামি মো. মামুন (৪৫) মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ কাজে তাঁকে সহায়তা করেন আবদুল মজিদ নামের এক ব্যক্তি।

প্রথমে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন ওই নারী। পরে বিষয়টি জানাজানি হয়। গতকাল রাত ১০টায় ওই নারী মো. মামুনকে এক নম্বর আসামি এবং তাঁর সহযোগী মজিদকে দুই নম্বর আসামি করে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গতকাল রাতে পুলিশ নিজ বাড়ি থেকে মজিদকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ওই নারী বলেন, এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। মানসম্মানও হারিয়েছেন। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে ওই দুই ব্যক্তি। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

অভিযোগের ব্যাপারে মামলার প্রধান আসামি মো. মামুনের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। স্থানীয় মানুষের ভাষ্য, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন মামুন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মামলার আসামি মজিদকে গ্রেপ্তার করে আজ বুধবার সকালে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ