রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক তরুণকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেওয়ায় তার মৃত্যু হয়েছে। 

বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও হামলা চালায়; তাদের গাড়িতে ভাঙচুর চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে খিলক্ষেত বাজারে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

রাজশাহীতে কলেজছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ

নরসিংদীতে গৃহবধূকে ‌‘ধর্ষণের’ অভিযোগ 

 খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

কামাল হোসেন বলেন, “ধর্ষণের অভিযোগে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় আমি নিজেসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি মঙ্গলবার দুপুরের দিকের। ভুক্তভোগী শিশু বাড়িতে তার ওপর হওয়া নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না। শারীরিক অবস্থা খারাপ দেখে স্বজনরা তাকে হাসপাতালে নিলে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে চিকিৎসকরা জানান। তখন ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ রাতে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতা তাকে ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে গণপিটুনি দেয়।

ঢাকা/এমআর/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ক ষ ব ধ জনত

এছাড়াও পড়ুন:

সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সফটওয়্যার প্রকৌশলী এজেন্ট আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবে। শুধু তাই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করবে।

ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রাইয়ার জানিয়েছেন, নতুন এআই এজেন্টের নাম ‘এ-এসডব্লিউই’ বা ‘এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার’। এটি ওপেনএআইয়ের তৈরি তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। এর আগে ‘অপারেটর’ ও ‘ডিপ রিসার্চ’ নামে দুটি এআই এজেন্ট চালু করেছে ওপেনএআই। এগুলো এখন শুধু চ্যাটজিপিটির প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।

নিজেদের তৈরি সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্টের বিষয়ে সারাহ ফ্রাইয়ার জানান, এ-এসডব্লিউই একজন সফটওয়্যার প্রকৌশলীর মতোই কাজ করবে। কাজ বুঝিয়ে দিলে নিজ থেকে কোড লেখার পাশাপাশি সফটওয়্যারের মাননিয়ন্ত্রণ, ত্রুটি শনাক্তসহ প্রকল্প-সম্পর্কিত নথিপত্র তৈরি করে দেবে এআই এজেন্টটি।

ওপেনএআইয়ের তৈরি এআই এজেন্ট প্রকৃতপক্ষে একটি ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ বা কর্মক্ষমতা বৃদ্ধিকারী উপাদান হিসেবে কাজ করবে। এটি সফটওয়্যার প্রকৌশলীদের দলকে অনেক বেশি উৎপাদনশীল করে তুলতে পারে। তবে চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের চালু করা ‘ডিপ রিসার্চ’ এজেন্টকে গবেষণা সহকারীর বিকল্প হিসেবে পরিচয় করানো হলেও এখনো তা পুরোপুরি সেই ভূমিকা পালন করতে পারছে না।

সূত্র: লাইভমিন্ট

সম্পর্কিত নিবন্ধ