রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক তরুণকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেওয়ায় তার মৃত্যু হয়েছে। 

বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও হামলা চালায়; তাদের গাড়িতে ভাঙচুর চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে খিলক্ষেত বাজারে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

রাজশাহীতে কলেজছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ

নরসিংদীতে গৃহবধূকে ‌‘ধর্ষণের’ অভিযোগ 

 খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

কামাল হোসেন বলেন, “ধর্ষণের অভিযোগে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় আমি নিজেসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি মঙ্গলবার দুপুরের দিকের। ভুক্তভোগী শিশু বাড়িতে তার ওপর হওয়া নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না। শারীরিক অবস্থা খারাপ দেখে স্বজনরা তাকে হাসপাতালে নিলে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে চিকিৎসকরা জানান। তখন ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ রাতে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতা তাকে ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে গণপিটুনি দেয়।

ঢাকা/এমআর/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ক ষ ব ধ জনত

এছাড়াও পড়ুন:

মহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা

অবশেষে অপেক্ষার পালা ঘুচেছে। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে বহনকারী ক্যাপসুল।

সুনিতা ও বুচ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী। এই দুজন গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছিলেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা সেখানে আটকে পড়েন।

সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর আট দিনের অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন

সম্পর্কিত নিবন্ধ