সাভারে পূর্বশত্রুতার জেরে তরুণকে কুপিয়ে হত্যা
Published: 19th, March 2025 GMT
সাভারে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) পাশে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত তরুণের নাম সুলতান হোসেন (২১)। সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া বাসায় থেকে রংমিস্ত্রির কাজ করতেন তিনি। তিনি নোয়াখালী জেলার রামগঞ্জের তসলিম চৌধুরীর ছেলে।
নিহত ব্যক্তির বন্ধু মাহিদুল হাসান বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ৮-১০ জন সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া দিয়ে সিআরপি এলাকায় তিন রাস্তার মোড়ে নিয়ে কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাঁকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পায়ে একাধিক আঘাত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাভারে পূর্বশত্রুতার জেরে তরুণকে কুপিয়ে হত্যা
সাভারে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) পাশে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত তরুণের নাম সুলতান হোসেন (২১)। সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া বাসায় থেকে রংমিস্ত্রির কাজ করতেন তিনি। তিনি নোয়াখালী জেলার রামগঞ্জের তসলিম চৌধুরীর ছেলে।
নিহত ব্যক্তির বন্ধু মাহিদুল হাসান বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ৮-১০ জন সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া দিয়ে সিআরপি এলাকায় তিন রাস্তার মোড়ে নিয়ে কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাঁকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পায়ে একাধিক আঘাত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।