প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, বোরকা পরে পালানোর সময় আসামি গ্রেপ্তার
Published: 19th, March 2025 GMT
রংপুরের মিঠাপুকুরে বাক্ ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আলম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল রাতে আলম মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিঠাপুকুর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি স্থানীয় একটি বাজার থেকে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে আলম মিয়া শিশুটিকে জোর করে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত আলম মিয়া গা ঢাকা দেন। গতকাল রাতে বোরকা পরে একটি মোটরসাইকেলের পেছনে বসে এলাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় স্থানীয় বাজারের পাশে জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুর মায়ের থানায় করা মামলায় আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাত, পা দুর্বল হওয়া মানেই কি স্ট্রোক?
অনেক সময় দেখা যায় যে হাত, পা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে চার পাঁচ মাস ধরে চলতে থাকলে সেক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু দেখা যায় যে একজন সুস্থ মানুষ হঠাৎ পড়ে গেছেন এরপর তার এক সাইড দুর্বল হয়ে গেছে, এটা স্ট্রোকের লক্ষণ। স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন।
অধ্যাপক ডা: এম বাহাদুর আলী মিয়া, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বলেন, ‘‘প্রথম কথা হলো স্ট্রোকটা হঠাৎ করে শুরু হবে। যেমন শরীরের একদিকে হাত ও পা একসঙ্গে দুর্বল হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে, মুখ বেঁকে যেতে পারে। এ ছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন মাথা ব্যথা, বমি হওয়া। স্ট্রোক হলে ব্রেনে রক্ত ক্ষরণ হয় এবং চাপ বেড়ে যায়। চাপ বেড়ে গেলে মাথা ব্যথাও হবে এবং চাপের কারণে বমিও হবে । খিঁচুনিও দেখা দিতে পারে।’’
এই চিকিৎসক জানান, এই লক্ষণগুলো নির্ভর করে ব্রেন স্ট্রোক মস্তিষ্কের কোন জায়গায় হচ্ছে, তার ওপর। একটা জায়গায় হলে হাত পা দুর্বল হয়ে যাবে আবার আরেকটা জায়গায় হলে মুখ বেঁকে যাবে। দেখা যাবে যে আক্রান্ত ব্যক্তির আচার আচরণে সমস্যা হচ্ছে।
আরো পড়ুন:
ঈদের ছুটিতে হাসপাতালে সেবা নিশ্চিত করতে সরকারের ১৬ নির্দেশনা
গরমে ডায়রিয়ার ঝুঁকি এড়াতে করণীয়
এমনটি হাত, পা চারটাই দুর্বল হয়ে যেতে পারে। ব্রেনের নিচের অংশে স্ট্রোক হলে হাত পা চারটা দুর্বল হয়ে যেতে পারে।
ঢাকা/লিপি