আলোচনায় নাটকের শীর্ষ তারকাদের পারিশ্রমিক, সমাধান কী?
Published: 19th, March 2025 GMT
বর্তমানে নাটকের শীর্ষ পাঁচ তারকার মধ্যে সর্বাধিক পারিশ্রমিক নেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দুই বছর আগে নাটকপ্রতি দু-তিন লাখ টাকা পারিশ্রমিক নিলেও বর্তমানে তিনি একটি নাটক থেকে পারিশ্রমিক নেন সর্বনিম্ন চার লাখ টাকা। শর্ত থাকে, তিন দিনে শুটিং শেষ করতে হবে। তিন দিনের বেশি শুটিং হলে প্রতিদিন শুটিংয়ের পারিশ্রমিক নির্ধারণ করেছেন দেড় লাখ টাকা। কোনো নাটকের শুটিং ১০ দিন হলে সে ক্ষেত্রে নাটকপ্রতি পারিশ্রমিক দাঁড়ায় ১০–১৫ লাখ টাকা। অপূর্বর সঙ্গে কাজ করা পরিচালক ও প্রযোজকেরা এ তথ্য দেন।
বর্তমানে নাটকপ্রতি তিন লাখ টাকা পারিশ্রমিক নেন মোশাররফ করিম, নিলয় আলমগীর, মুশফিক আর ফারহান। আড়াই লাখ পারিশ্রমিকের তালিকায় রয়েছেন তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভানসহ কয়েকজন। প্রযোজক সূত্রে জানা যায়, এসব তারকার ‘বেস্ট ফ্রেন্ড ২ ’, ‘হৃদয়ের এক কোণে’, ‘প্রেমেরই পরশে’, ‘লাইজু’সহ ২০টির বেশি নাটক স্পনসরের সংকটে ভালোবাসা দিবসে প্রচারিত হয়নি। সেগুলো ঈদে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
‘লস্ট ইন লাভ’ ভালোবাসা দিবসে প্রচার হওয়ার কথা থাকলেও প্রচার হয়নি। ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদের কেনাকাটায় ৮টি জরুরি সতর্কতা
১. পকেটমার ও ছিনতাইকারী থেকে সাবধান
ঈদের সময় শপিং মল বা বিপণিবিতানে পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায়। তাই প্রয়োজনের বেশি নগদ টাকা না নেওয়াই ভালো। ব্যাগ, মুঠোফোন বা মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখুন। নারীরা ব্যাগ কাঁধে রাখার পরিবর্তে শক্তভাবে ধরে রাখুন, আর পুরুষেরা সামনের পকেটে মানিব্যাগ রাখার চেষ্টা করুন।
২. অনলাইনে কেনাকাটা করুন, কিন্তু সাবধানেভিড় এড়িয়ে স্বস্তিতে কেনাকাটা করতে চাইলে অনলাইন হতে পারে ভালো বিকল্প। তবে শুধু বিশ্বস্ত ওয়েবসাইট ও পরিচিত পেজ থেকে অর্ডার করুন। বিক্রেতার রিভিউ দেখে নিন এবং ক্যাশ অন ডেলিভারি বা নিরাপদ পেমেন্টের ওপর আস্থা রাখুন।
৩. জাল নোট থেকে সাবধানঈদের বাজারে জাল টাকার সংখ্যা বেড়ে যায়। টাকা লেনদেনে সতর্ক থাকুন। জাল নোট শনাক্ত করার উপায়গুলো জেনে রাখা ভালো। সম্ভব হলে নোট যাচাই করার জন্য কাউন্টারফিট মানি ডিটেক্টর কলম সঙ্গে রাখুন। বিশেষ করে ফুটপাত বা সন্দেহজনক দোকানে লেনদেন করার সময় ভালোভাবে যাচাই করুন।
আরও পড়ুনআড়ংয়ের নতুন বিক্রয়কেন্দ্রে এত ভিড় কেন১১ মার্চ ২০২৫৪. শিশুদের কখনো হাতছাড়া করবেন নালোকজনের ভিড়ে শিশু হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই ছোটদের হাত শক্ত করে ধরে রাখুন। প্রয়োজনে তাদের পকেটে আপনার ফোন নম্বর ও ঠিকানা লেখা কাগজ দিয়ে রাখুন। প্রয়োজনে তাদের কাছে আপনার আইডি কার্ডের ফটোকপি দিয়ে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয়, অপ্রয়োজনে শিশুদের বাজারে না নিয়ে যাওয়া।
৫. টানা কেনাকাটা এড়িয়ে চলুনগরম পড়েছে। অনেকে রোজা রেখে দীর্ঘক্ষণ কেনাকাটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই কেনাকাটায় বের হলে হালকা পোশাক পরুন, সানগ্লাস ব্যবহার করুন। বিশ্রামের প্রয়োজন হলে বিশ্রাম নিন। সন্ধ্যার পর কেনাকাটা করা তুলনামূলক আরামদায়ক হলেও ছিনতাইকারীদের উপদ্রব তো আছেই। তাই রাতে বাইরে একা না থেকে দলবেঁধে থাকুন, নিরাপদ বাহনে চলাফেরা করুন।
আরও পড়ুনসাধ ও সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করতে রাজধানীর যেসব বাজারে যেতে পারেন, জেনে রাখুন দরদাম১১ মার্চ ২০২৫৬. সঠিক দাম যাচাই করুনঈদের বাজারে অনেক দোকানি অতিরিক্ত দাম হাঁকেন। তাই দরদাম করে পছন্দের জিনিসটি কিনুন। তার আগে বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করে নিতে পারেন। তাহলে ঠকার আশঙ্কা কম থাকে।
৭. অপ্রয়োজনীয় নগদ টাকা বহন করবেন নাডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এখন বেশ সহজ। তাই প্রয়োজনে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করুন। যদি নগদ টাকা নিতেই হয়, তবে দিনের বেলায় এবং যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
৮. চটকদার অফারের ফাঁদে পড়বেন না‘বাই ওয়ান গেট থ্রি’ বা ‘৭০% ছাড়’—এ ধরনের অফার দেখে হুট করে কেনাকাটা করে ফেলবেন না। এসব অনেক সময় শুধুই প্রচারণার কৌশল হয় এবং পণ্যের দাম আদতে কম থাকে না। তাই কেনার আগে দাম যাচাই করে দেখুন এবং প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করবেন না।
সবশেষেঈদ উপলক্ষে প্রিয়জন ও নিজের জন্য কেনাকাটায় আনন্দ আছে নিঃসন্দেহে। তবে ভিড়ে সাবধান থাকুন, হিসাব করে খরচ করুন, আর সবকিছুর মধ্যে নিজের ও পরিবারের নিরাপত্তাকে সবার আগে রাখুন।
আরও পড়ুনপাবলিক ওয়াই–ফাই ব্যবহার করে কেনাকাটা করার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন১৮ মার্চ ২০২৪