রোজা রেখেই স্পেনের হয়ে খেলবেন ইয়ামাল
Published: 19th, March 2025 GMT
ইসলাম ধর্মাবলম্বীদের সিয়াম-সাধনার মাস রমজান চলছে। অনেক মুসলিম খেলোয়াড় রোজা রেখেই খেলতে নামেন। খেলা চলাকালীন একটু বিরতি নিয়ে ছোট্ট পরিসরে ইফতার করে রোজাও ভাঙেন।
লামিনে ইয়ামাল সেসব রোজাদার খেলোয়াড়দের একজন। এই তো কদিন আগে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোজা মাঠে নেমেছিলেন বার্সেলোনার এই উদীয়মান তারকা। সে দিন দলের দ্বিতীয় গোলটা তিনিই করেছেন, প্রথম গোলটা করিয়েছেন সতীর্থ রাফিনিয়াকে দিয়ে।
ম্যাচ চলাকালীন ইফতারের সময় হলে পানি পান করে রোজা ভাঙেন ইয়ামাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমিরাতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সাইগ প্রধান অতিথি হিসেবে জমজমাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আবুধাবির পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। যার কারণে সবার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা।
এ ছাড়াও, আমিরাতে নিযুক্ত এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন বন্ধুপ্রতিম ৩২টি দেশের রাষ্ট্রদূতরাও এই অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে।
এ সময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলসহ, বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবার, বিমান, জনতা ব্যাংকের কর্মকর্তাগণ, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/এনএইচ