সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটারসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ সাক্ষাৎ হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে। 

সেখানে বলা হয়, ‘সাক্ষাৎকালে তারা কুশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।’

এ সময় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় সেনেটর গ্যারি পিটারস ঢাকা আসেন গত সোমবার।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, বোরকা পরে পালানোর সময় আসামি গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আলম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল রাতে আলম মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিঠাপুকুর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি স্থানীয় একটি বাজার থেকে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে আলম মিয়া শিশুটিকে জোর করে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত আলম মিয়া গা ঢাকা দেন। গতকাল রাতে বোরকা পরে একটি মোটরসাইকেলের পেছনে বসে এলাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় স্থানীয় বাজারের পাশে জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুর মায়ের থানায় করা মামলায় আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হবে।

সম্পর্কিত নিবন্ধ