মোটরসাইকেলে ভারতে প্রবেশ, দুই বাংলাদেশি আটক
Published: 19th, March 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা বিওপির জিরো পয়েন্ট এলাকায় বিজিবির চেকপোস্ট উপেক্ষা করে মোটরসাইকেলে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তারা হলেন- মাসুম ইসলাম (১৮) এবং উৎসব চন্দ্র রায় (২১)।
এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার মাসুম পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াদিঘী এলাকার হাসিবুল ইসলামের ছেলে এবং উৎসব চন্দ্র রায় দিনাজপুর জেলার দেউর এলাকার নীপেন চন্দ্র রায়ের ছেলে।
এদিকে সোমবার রাতে তেঁতুলিয়া ইসলামপুর সীমান্ত থেকে আতিকুর রহমান (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
বিজিবির একটি সূত্রে জানায়, আতিকুর রহমানসহ চার বাংলাদেশি রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আতিকুরকে আটক করে। পরে তাকে মারধর করে ঘণ্টাখানেক পর বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে।
আতিকুর রহমানের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকায়। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, তিন বাংলাদেশির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দুটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে ওই দুই তরুণ বিজিবির সিগন্যাল অমান্য করে ভারতে অনুপ্রবেশ করে। এছাড়া আরেক বাংলাদেশি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তরুণ নির্মাতাদের লাখ টাকা জেতার সুযোগ
সিনেমার চিত্রনাট্য ও প্রস্তাব জমা দিয়ে তরুণ নির্মাতারা পাচ্ছেন ১০ লাখ টাকা জেতার সুযোগ। সিনেমা নির্মাণের লক্ষ্যে এ সুযোগ করে দিচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চতুর্থবারের মতো ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব এই তরুণদের কাছ থেকে সিনেমার পরিকল্পনা আহ্বান করছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, প্রথমবারের মতো এই ল্যাবে এশিয়ার সব দেশের তরুণেরা প্রজেক্ট জমা দিতে পারবেন। আহমেদ মুজতবা বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এ আয়োজন শুরু থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। ইন্ডাস্ট্রির তরুণ নির্মাতাদের তুলে ধরতে এ আয়োজন করা হয়। এখানে যে কেউ চিত্রনাট্য জমা দিয়ে অংশ নিতে পারেন।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে আগামী বছরের ১১ থেকে ১৪ জানুয়ারি বসবে এই ফিল্ম হাট। এ জন্য বর্তমানে চিত্রনাট্য জমা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে আয়োজক কর্তৃপক্ষ। জানা যায়, আগামী ১ এপ্রিল থেকে উৎসবের অফিশিয়াল সাইটে গিয়ে যে কেউ অনলাইনে চিত্রনাট্য জমা দিতে পারবেন।
নির্মাতা ও প্রযোজকদের জমা দেওয়া চিত্রনাট্য থেকে প্রাথমিকভাবে ১০টি গল্প বাছাই করা হবে। সেগুলো নিয়ে নির্মাতা ও প্রযোজকেরা প্রজেক্টটিকে আন্তর্জাতিক বিচারকদের কাছে পিচ করার মাধ্যমে তুলে ধরবেন। এর মধ্য থেকে চূড়ান্ত পুরস্কার পাবে তিনটি চিত্রনাট্য। প্রথম চিত্রনাট্য পাবে পাঁচ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী চিত্রনাট্য পাবে তিন ও দুই লাখ টাকা।
সিনেমা নির্মাণের জন্য প্রাথমিকভাবে জমা দিতে হবে গল্পের লগ লাইন, গল্পসংক্ষেপ, পরিচালকের কথা, ট্রিটমেন্ট ও পরিচালকের প্রোফাইল। পরে কোনো পরিকল্পনা পছন্দ হলে পুরো চিত্রনাট্য জমা দিতে হবে। প্রতিটি চিত্রনাট্য দিয়ে সর্বনিম্ন ৭০ মিনিট ব্যাপ্তির সিনেমা হতে হবে। আগামী বছরের ১০ থেকে ১৮ জানুয়ারি বসবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর।