পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা বিওপির জিরো পয়েন্ট এলাকায় বিজিবির চেকপোস্ট উপেক্ষা করে মোটরসাইকেলে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তারা হলেন- মাসুম ইসলাম (১৮) এবং উৎসব চন্দ্র রায় (২১)।

এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।

গ্রেপ্তার মাসুম পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াদিঘী এলাকার হাসিবুল ইসলামের ছেলে এবং উৎসব চন্দ্র রায় দিনাজপুর জেলার দেউর এলাকার নীপেন চন্দ্র রায়ের ছেলে।

এদিকে সোমবার রাতে তেঁতুলিয়া ইসলামপুর সীমান্ত থেকে আতিকুর রহমান (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবির একটি সূত্রে জানায়, আতিকুর রহমানসহ চার বাংলাদেশি রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আতিকুরকে আটক করে। পরে তাকে মারধর করে ঘণ্টাখানেক পর বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে।

আতিকুর রহমানের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকায়। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, তিন বাংলাদেশির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দুটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে ওই দুই তরুণ বিজিবির সিগন্যাল অমান্য করে ভারতে অনুপ্রবেশ করে। এছাড়া আরেক বাংলাদেশি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য় ব এসএফ ইসল ম

এছাড়াও পড়ুন:

সংগীতের আবহে উৎসব

কেউ শাড়ি পরে এসেছেন, কেউ পাঞ্জাবি—আজ চৈত্রসংক্রান্তির বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের রঙের ছটা লেগেছিল।

বিদায়ের আগে চৈত্রের শেষ খরতাপেও হাজির হয়েছিলেন সংগীতের অনুরাগীরা। বাঙালি, মারমা, ত্রিপুরা, চাকমা, খাসিয়া, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের দর্শকেরা গলা মিলিয়েছেন, নেচেছেন। সংগীতের মুহূর্তগুলোতে উপভোগ করেছেন।

চৈত্রসংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ‘চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শেষে বিকেলে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড দলছুট। মুহুর্মুহু করতালিতে দলছুটকে অভিবাদন জানান দর্শকেরা।

চলছে ব্যান্ড শো

সম্পর্কিত নিবন্ধ

  • আদিবাসীদের সঙ্গে নিয়েই পথ চলতে হবে
  • জাতির আসল পরিচয় তার সংস্কৃতি
  • দেশজুড়ে মেলার উৎসব-উদ্দীপনা
  • সংগীতের আবহে উৎসব
  • সীমান্তে গুলি করে ও পিটিয়ে দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
  • ভারতে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি কুটি মিয়াকে
  • সীমান্তের ইছামতী নদীতে বাংলাদেশি যুবকের লাশ, নিয়ে গেছে বিএসএফ
  • ওয়াকফ আইনবিরোধী আন্দোলনে ফের রণক্ষেত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ
  • মহেশপুরে ইছামতি নদীর ভারতীয় অংশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সীমান্তের ইছামতি নদীতে ভাসছে যুবকের লাশ