প্রত্যর্পণ নিয়ে দ্বন্দ্ব: বিচারকের অভিশংসন চাইছেন ট্রাম্প, প্রধান বিচারকের সতর্কতা
Published: 19th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওয়াশিংটনের এক বিচারকের অভিশংসন চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। ওই বিচারকের অভিশংসনের জন্য তাঁর দল রিপাবলিকান পার্টির সদস্যরা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন। কিন্তু বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের দ্বন্দ্বের কারণে কোনো বিচারকের অভিশংসন চেষ্টা নিয়ে সতর্ক করেছেন দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস।
ট্রাম্প প্রশাসন গত শনিবার ভেনেজুয়েলার ২৩৮ নাগরিকসহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদরে প্রত্যর্পণ করেছে। এসব ব্যক্তিকে এল সালভাদরের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হবে। এ জন্য মধ্য আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্র থেকে অর্থ পাবে।
একই দিন এই ব্যক্তিদের প্রত্যর্পণ দুই সপ্তাহ মুলতবি রাখতে রুলিং দিয়েছিলেন ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে, ১৭ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হারিয়ে যাওয়া উদ্ভিদ বিলুপ্ত প্রাণী ফেরাতে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া পাঁচটি উদ্ভিদ ও বিলুপ্তপ্রায় পাঁচটি প্রাণী ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জীববৈচিত্র্য দিবসের আগেই এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল হারবেরিয়ামের উদ্ভিদ মিউজিয়াম ও পরে জাতীয় উদ্ভিদ উদ্যান পরিদর্শন করেন উপদেষ্টা।
রিজওয়ানা হাসান বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। আইন অনুযায়ী জীববৈচিত্র্য রেজিস্টার করা হবে। সংকটাপন্ন গাছ ও হারিয়ে যাওয়া উদ্ভিদের ওপর গবেষণা বাড়ানো হবে। এসব নিয়ে একটি বুকলেট প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্টরা সহজেই তথ্য পেতে পারেন।
ন্যাশনাল হারবেরিয়াম শুধু সংরক্ষণের জায়গা নয়, গবেষণা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গবেষণার গুণগত মান বাড়াতে বন বিভাগের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।