খিলক্ষেতে ধর্ষণে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে মারধর
Published: 18th, March 2025 GMT
রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে থানায় আনার সময় পুলিশের ওপর হামলা করেছেন স্থানীয়রা। তারা ওই যুবককে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। স্থানীয়দের হামলায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ অন্তত পাঁচ সদস্য আহত হন।
তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবকের নাম জান বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার মো.
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে হামলা করে যুবককে ছিনিয়ে নেয়। তাকে রক্ষায় পুলিশের পাঁচ সদস্য আহত হন এবং বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: য বকক
এছাড়াও পড়ুন:
হারিয়ে যাওয়া উদ্ভিদ বিলুপ্ত প্রাণী ফেরাতে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া পাঁচটি উদ্ভিদ ও বিলুপ্তপ্রায় পাঁচটি প্রাণী ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জীববৈচিত্র্য দিবসের আগেই এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল হারবেরিয়ামের উদ্ভিদ মিউজিয়াম ও পরে জাতীয় উদ্ভিদ উদ্যান পরিদর্শন করেন উপদেষ্টা।
রিজওয়ানা হাসান বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। আইন অনুযায়ী জীববৈচিত্র্য রেজিস্টার করা হবে। সংকটাপন্ন গাছ ও হারিয়ে যাওয়া উদ্ভিদের ওপর গবেষণা বাড়ানো হবে। এসব নিয়ে একটি বুকলেট প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্টরা সহজেই তথ্য পেতে পারেন।
ন্যাশনাল হারবেরিয়াম শুধু সংরক্ষণের জায়গা নয়, গবেষণা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গবেষণার গুণগত মান বাড়াতে বন বিভাগের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।