নিজেদের ফ্ল্যাগশিপ ম্যাজিক সিরিজের জন্য সাত বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং নিরাপত্তা (সিকিউরিটি) আপডেট পরিষেবা দেবে সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড অনার। ইউরোপের (ইইউ) গ্রাহকরা প্রথমে আপডেট সুবিধা পাবেন। দ্রুতই বাংলাদেশি গ্রাহকের জন্য এমন অফার প্রযোজ্য হবে।
অনার আলফা প্ল্যানের অংশ হিসেবে বর্ধিত সাপোর্ট ফ্ল্যাগশিপ ডিভাইস গ্রাহককে সর্বশেষ এআই উদ্ভাবনের সুবিধা গ্রহণ ও দীর্ঘ সময়ের জন্য সুরক্ষিত থাকতে সহায়ক হবে।
অনার ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস লি বলেন, আলফা প্ল্যান ভবিষ্যতে পণ্য উদ্ভাবনে গ্রাহকবান্ধব নীতিতে কাজ করবে। এমন কৌশলের অংশ হিসেবে ম্যাজিক সিরিজের জন্য সাত বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) আর নিরাপত্তা আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে ফ্ল্যাগশিপ ও ফোল্ডেবল ফোন অন্তর্ভুক্ত রয়েছে। ম্যাজিক-সেভেন প্রো মডেলে গ্রাহকের প্রতি পরিষেবার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে।
ব্র্যান্ড সূত্রে জানানো হয়, স্মার্টফোন নির্মাতা থেকে এআই সমর্থিত ডিভাইসকে ইকোসিস্টেমে রূপান্তর হওয়ার লক্ষ্যে ব্র্যান্ডটি আলফা প্ল্যান গ্রহণ করেছে। দূরদর্শী পরিকল্পনায় তিনটি ধাপ রয়েছে, যার মাধ্যমে নতুন ইন্টেলিজেন্ট বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। আলফা প্ল্যানে এমন সব পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।
বর্ধিত সিকিউরিটি আপডেট টেকসই উন্নয়নের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিভাইসের স্থায়িত্ব বা আয়ুষ্কাল বৃদ্ধি ছাড়াও ই-বর্জ্য হ্রাসে সহায়ক হবে। নিরাপদে দীর্ঘ সময় ধরে ডিভাইস ব্যবহার এবং উপভোগ নিশ্চিত করবে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমর্থিত বিশেষ সব ফিচার।
আইএফএ ২০২৪ পুরস্কার বিজয়ী মডেলটি উদ্ভাবনী ফিচারে বাংলাদেশের স্মার্ট ডিভাইস ভক্তদের অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রায় সমৃদ্ধ করবে বলে ব্র্যান্ড নির্মাতারা জানান।
২০২৪ সালে বিশ্বের আলোচিত স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া ম্যাজিক ভি-থ্রি মডেল বাংলাদেশে উন্মোচিত হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য আপড ট

এছাড়াও পড়ুন:

ট্রুথ সোশ্যাল-এ যোগ দিলেন মোদি, প্রথম পোস্টে বন্ধু ট্রাম্পের সঙ্গে পুরনো ছবি শেয়ার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ যোগ দিয়েছেন। তিনি বিশ্বের কয়েকজন শীর্ষ নেতার মধ্যে একজন যিনি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলেছেন।

সোমবার প্রথম পোস্টে মোদি ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় হিউস্টনে তোলা একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে ট্রাম্পের সঙ্গে দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, আমি ট্রুথ সোশ্যাল-এ যোগ দিতে পেরে আনন্দিত।

ট্রাম্প ২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন, মূলত টুইটার ও ফেসবুক থেকে নিষিদ্ধ হওয়ার পর এটি তার বিকল্প যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (TMTG) মালিকানাধীন এই প্ল্যাটফর্ম ২০২৪ সালের মার্চে পাবলিক শেয়ার মার্কেটে আসে এবং বর্তমানে ট্রাম্পের এর ৫৭% শেয়ার রয়েছে।

প্রধানমন্ত্রী মোদির অ্যাকাউন্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফলো করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৩:৩০ পর্যন্ত মোদির ফলোয়ার সংখ্যা ছিল ২১,৫০০।

একই দিনে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মোদির এক সাক্ষাৎকারের লিংক শেয়ার করেন। এই সাক্ষাৎকারে তিনি তার জীবনযাত্রা, ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

ট্রুথ সোশ্যালের কার্যকারিতা অনেকটাই টুইটারের মতো। এখানে পোস্টকে ‘ট্রুথ’ ও শেয়ারকে ‘রিট্রুথ’ বলা হয়, এবং বিজ্ঞাপনকে বলা হয় ‘স্পনসর্ড ট্রুথ’।

তবে ট্রুথ সোশ্যাল-এর জনপ্রিয়তা এখনো X (সাবেক টুইটার)-এর তুলনায় অনেক কম। ব্লুমবার্গের তথ্যমতে, প্ল্যাটফর্মটির ট্রাফিক X-এর তুলনায় ৪০০ গুণ কম। ২০২৪ সালে TMTG-এর রাজস্ব ছিল মাত্র ৩.৬ মিলিয়ন ডলার, যেখানে লোকসান হয়েছে ৪০০ মিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল-এ ৯.২৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা X-এ থাকা তার ৮৭ মিলিয়ন ফলোয়ারের তুলনায় অনেক কম।
 

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় অনিঃশেষ গণহত্যা
  • সিনিয়র সাংবাদিক আলী হাবিব আর নেই
  • ট্রুথ সোশ্যাল-এ যোগ দিলেন মোদি, প্রথম পোস্টে বন্ধু ট্রাম্পের সঙ্গে পুরনো ছবি শেয়ার
  • গুমসংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল
  • সাবেক মন্ত্রী শাজাহান খান চার দিনের রিমান্ডে
  • ইবির ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১১ মে
  • লিন্ডের ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • প্রাইম ব্যাংকের ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • দালালের জালে তরুণরা, স্বপ্ন দেখিয়ে সর্বনাশ