Samakal:
2025-04-15@12:55:37 GMT

ফি ছাড়াই দেশে অর্থ প্রেরণ

Published: 18th, March 2025 GMT

ফি ছাড়াই দেশে অর্থ প্রেরণ

রমজান মাসে রোজা ও ঈদের জন্য প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার ও আত্মীয়স্বজনের কাছে বিশেষ অর্থ বা রেমিট্যান্স প্রেরণ করেন। দেশে রেমিট্যান্সের টাকা পাঠানোর জন্য ‘ট্যাপট্যাপ সেন্ড’ অ্যাপ এখন প্রবাসীদের কাছে সুপরিচিত। সহজে, দ্রুত ও কোনো ট্রান্সফার ফি ছাড়াই অ্যাপ দিয়ে অর্থ পাঠানো যায়। অন্যদিকে, জাকাত ও সদকার মতো আর্থিক অনুদান পাঠাতে রমজান মাসে প্রবাসীরা এমন প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করেন।
জানা গেছে, সাশ্রয়ী মূল্যে পরিষেবা নিশ্চিত করে ট্যাপট্যাপ সেন্ড। মানি ট্রান্সফার পরিষেবার ট্যাপট্যাপ সেন্ড বিশেষ বিনিময় হার দেয়। তা ছাড়া লুকানো ফি না থাকায় প্রাপক সম্পূর্ণ পরিমাণ অর্থ পায়। ৫০ ডলার থেকে হাজার ডলার– যে কোনো পরিমাণ অর্থ ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠালে গ্রাহক ওই সমতুল্য টাকা পাবেন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল পরিষেবার সঙ্গে যুক্ত থাকায় ট্যাপট্যাপ মাধ্যমে দ্রুত টাকা পাঠাতে পারেন। বিদেশ থেকে পাঠানো অর্থ অংশীজন ব্যাংক থেকে দেশের গ্রাহক নগদে সংগ্রহ করতে পারেন। ভুলবশত লেনদেনে অর্থ ফেরতের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইউরোপের অনেক দেশে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি ব্যবহারযোগ্য। উল্লিখিত দেশ থেকে বাংলাদেশেও প্রবাসীরা অর্থ প্রেরণের সুবিধা পাবেন বলে উদ্যোক্তারা জানান।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রব স

এছাড়াও পড়ুন:

হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হাজারীবাগ থানার শেখ রাসেল স্কুলের পাশে বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রুহুল আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত রুহুল আমিন মাদারীপুরের পূর্ব থানা এলাকার চান মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজী বাড়ি এলাকায় তিনি ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই বেড়িবাঁধ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরের ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। পরে আশপাশের লোকজনের কাছে জানতে পারি দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল থাকা ওই যুবককে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ