বাংলাদেশ সম্পর্কে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের করা বক্তব্যকে মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বলে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দাপ্রধানের বক্তব্যকে ‘ভারতকে খুশি করার অপচেষ্টা’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে দলটি জানায়, অভ্যুত্থান–পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা ভারতকে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।

সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসলাম এখানে শান্তি ও সম্প্রীতির উৎস। পশ্চিমের সংজ্ঞায়িত ‘মৌলবাদ’ বাংলা অঞ্চলে কোনোকালেই ছিল না। তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাঁর জ্ঞানের সীমাবদ্ধতাকে নির্দেশ করে।

পারস্পরিক সহযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বাংলাদেশ বিশ্বাসী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নাই।’

দলীয় বিবৃতিতে যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় যে অপরাধ করেছে, তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বায়ার্নকে বিদায় করে সেমিতে ইন্টার

কাজটা প্রথম লেগেই এগিয়ে রেখেছিল ইন্টার মিলান। ইতালির জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছিল।

দ্বিতীয় লেগে ইন্টারের শক্তিশালী রক্ষণ ভেঙে জিততে হতে বাভারিয়ানদের। বায়ার্ন জোড়া গোল পেলেও জিততে পারেনি। ২-২ গোলের সমতা করেছে। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠে গেছে ইনগাঘির ইন্টার মিলান।

সান সিরোতে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হ্যারি কেন গোল করে কামব্যাকের আসা জাগায়। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা করে ফেলে। 

পরেই গোল করে লিড নেয় ইন্টার। গোলটি আসে ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা দল ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ৬১ মিনিটে ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন। 

ওই গোলও শোধ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন এরিক ডায়ার। পরের সময়টা জাল অক্ষুন্ন রেখে শেষ চারে পা রেখেছে ইনগাঘির দল।

সম্পর্কিত নিবন্ধ