মানুষের যাতায়াত নিরাপদ করতে শ্রমিকদের প্রতি আহ্বান
Published: 18th, March 2025 GMT
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, প্রতি ঈদে ঘরমুখো মানুষ আতঙ্কে থাকেন। যথা সময়ে বাড়ি ফেরা নিয়ে তাঁরা উৎকণ্ঠায় থাকেন। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে হবে।
আজ মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে পুলিশ বিভাগ, বিআরটিএ, পরিবহন মালিক–শ্রমিকদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সায়েদাবাদ বাস টার্মিনালে করণীয় নির্দেশনা সভায় শিমুল বিশ্বাস এ কথা বলেন। তিনি বলেন, ‘এই পবিত্র রমজানে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি। ঘরমুখো মানুষের সব প্রতিবন্ধকতা দূর করে সেই ইবাদতকে আরও বেশি কার্যকর করতে আমরা সবাই যাতে সচেষ্ট থাকি।’
সভায় আরও বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ট্রাফিক বিভাগের ডিসি (ওয়ারী) আবুল কালাম আজাদ, মালিক সমিতির সাইফুল ইসলাম, আবদুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আবদুর রহিম, হুমায়ন কবির খান প্রমুখ।
সভায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ মহনগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সবাইকে অবহিত করা হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সব বাস টার্মিনাল এই পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে বলে উল্লেখ করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রোজায় কোষ্ঠকাঠিন্য হলে কী করবেন
সাহ্রি বা ইফতারে ওটস খেতে পারেন