কালভার্ট ভেঙে আটকে যায় ট্রাক, চার ঘণ্টা পর উদ্ধার
Published: 18th, March 2025 GMT
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাটাফাঁড়ি ব্রিজ-সংলগ্ন এলাকায় কালভার্ট ভেঙে আটকা পড়ে ট্রাক। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উজানটিয়া থেকে একটি খালি ট্রাক পেকুয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রায় চার ঘণ্টার পর ট্রাকটি উদ্ধার করা হয়।
তবে ট্রাক উদ্ধার হলেও উজানটিয়ার সঙ্গে পেকুয়া সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে উজানটিয়া ইউনিয়নের মানুষ ছাড়াও মগনামা ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচল রয়েছে।
বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, বানৌজা পেকুয়া সড়ক থেকে কাটাফাঁড়ি ব্রিজ হয়ে দক্ষিণ দিকে উজানটিয়া ইউনিয়নের যাতায়াতের সড়ক। এই সড়কের কুমপাড়া এলাকায় স্লুইসগেট ভেঙে গাড়িটি আটকে গেছে। আরেকটি গাড়ি দিয়ে সেটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। মানুষ হেঁটে সড়কের ভাঙা অংশ পার হচ্ছেন।
উজানটিয়ার বাসিন্দা জালাল উদ্দীন বলেন, উজানটিয়া ইউনিয়নের ৩৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এখন মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের বেশির ভাগ এলাকায় লবণ চাষ হয়েছে। সড়কপথে লবণ পরিবহনের একমাত্র মাধ্যম এই সড়কটি। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লবণ পরিবহন বন্ধ হয়ে গেছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মেরামতের জন্য একজন ঠিকাদারকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যত দ্রুত সম্ভব ভাঙা অংশ মেরামত করবেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিরোজপুর ১ হাজার ৭৯ কোটি টাকা আত্মসাতে ৮ মামলা, সাবেক সংসদ সদস্যসহ আসামি ২৭ জন
কাজ না করে বিভিন্ন প্রকল্পের মোট ১ হাজার ৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে গত মঙ্গলবার এসব মামলা করা হয়। মামলায় পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ, পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব মামলার কথা জানান।
দুদকের মহাপরিচালক বলেন, ওই আসামিদের মধ্যে ৫ জন কর্মকর্তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক সূত্র জানায়, দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্নির্মাণ, পিরোজপুর জেলা পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ আটটি প্রকল্পের কাজ না করে টাকা আত্মাসাৎ করেন আসামিরা।
দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ না করে মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। আসামিদের মধ্যে আছেন মেসার্স হরিণপালা ট্রেডার্সের মালিক সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ, পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী মো. আবদুর রশীদ খান, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তার হাওলাদার। অর্থ আত্মসাতের ঘটনায় পৃথক ৮ মামলায় মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।