পাকিস্তানের নায়িকার পর ভারতীয় ভিলেন
Published: 18th, March 2025 GMT
পরিচালক আসিফ ইকবালের ‘ফোর্স’ নামের সিনেমায় কদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সিনেমায় তাঁর নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার। এবার নির্মাতা জানালেন, সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাহুল দেব।
আরও পড়ুনপাকিস্তানের এই মডেলকে বাংলা সিনেমায় নেওয়ার কারণ জানালেন পরিচালক১৩ মার্চ ২০২৫খবরটি নিশ্চিত করে আসিফ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘এ সিনেমার জন্য দীর্ঘদিন ধরেই একজন ভিলেন খুঁজছিলাম। দেশের দর্শকদের একজন নতুন ভিলেনের সঙ্গে পরিচিত করতে চাচ্ছিলাম। বাংলাদেশ ও কলকাতায় অনেক খুঁজেছি। রাহুলের সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল, শিডিউল মিলে যাওয়ায় গতকাল সোমবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।’
আরও পড়ুনপাকিস্তানের মডেল এবার বাংলাদেশের সিনেমায়১২ মার্চ ২০২৫আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরসহ বেশ কিছু জায়গায় শুটিং হবে সিনেমাটির। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন।
মডেল ও অভিনেত্রী জারা আহমেদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মিশন মুন্সিগঞ্জ’
ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। গত ১৭ বছর ধরে প্রতি ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আই সিরিজটি প্রচার করে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়।
ঈদ উপলক্ষে নির্মিত এই সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’। গত বছরের কোরবানি ঈদে প্রচারিত ‘হবিগঞ্জের হরবোলা’-এর মতো এবারো ছোটকাকু পরিচালনা করছেন অনিমেষ আইচ। তবে নির্মাতা সিরিজটির নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’।
দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হয়ে পড়েন ছোটকাকু। ঢাকায় খুন হন একজন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হয় ফেনীতে একজন রাজনীতিবিদ। অদ্ভুত ব্যাপার হলো, তিনজনই একসময় মুন্সিগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনি জট পাকায়। সেই জট খোলার মিশনে নামেন ছোটকাকু। এভাবেই এগিয়েছে সিরিজটির গল্প।
আরো পড়ুন:
নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’
গুজব নিয়ে নির্মিত নাটিকায় বিদেশিরা
ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, “ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলে যায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।”
‘মিশন মুন্সিগঞ্জ’-এ আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে সিরিজটি।
ঢাকা/রাহাত/শান্ত