ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃতদের মধ্যে পাঁচজনই বাইরের
Published: 18th, March 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থানে হামলায় জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় যাঁদের বহিষ্কার করেছে, তাঁদের মধ্যে পাঁচজনই এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। তাঁদের মধ্যে দুজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং একজন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী। আর দুজনের নাম থাকলেও তাঁরা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তালিকায় তার উল্লেখ নেই।
জুলাই গণ-অভ্যুত্থানে হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা করে ১২৮ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের হাতে কমিটির প্রতিবেদনে থাকা নামের তালিকাটি আসে।
তালিকায় দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বাকি পাঁচজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসাইন সানিম (জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি) ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আকাশ (ছাত্রলীগের সভাপতি) এবং সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী আক্তার হোসেন রুমন। অন্য দুজন হলেন রুবেল খান (পটুয়াখালীর কুয়াকাটা উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী) এবং রিজভী আহমেদ খোকা (বহিরাগত)। আর ১১৯ নম্বর ঘরটি ফাঁকা। সেখানে কোনো তথ্যই নেই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, যে দুজনকে বহিষ্কার করা হয়েছে, তাঁরা হামলার সঙ্গে জড়িত ছিলেন। ইব্রাহিম হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। কিন্তু তাঁর বহিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করবে বা কীভাবেই করে, সেই প্রশ্ন তাঁদের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাকছুদুল হক বলেন, ‘আমরা চাই সানিমসহ যারা শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত, তাদের বিচার হোক। কিন্তু সেটা সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের বিচার করতে ব্যর্থ হয়েছে। সানিম হামলা করেছে, এটা সবাই জানে; কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের কীভাবে বহিষ্কার করা যায়, এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, ‘যারা হামলার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে সিন্ডিকেটে বহিষ্কার করা হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ের যারা এ তালিকায় আছে, তাদের বহিষ্কারের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হবে।’
এদিকে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য ড.
ক্রম ১১৯ নম্বর ঘরটি ফাঁকা, সেখানে কারও নাম–পরিচয় উল্লেখ করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা চালিয়েছি, কিন্তু এটার তথ্য পাইনি। কিন্তু আমরা এই তথ্যগুলোও পেয়ে যাব। সামনে আরও তথ্য আসছে। এই তালিকা আরও বড় হবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।
নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের স্মরণে সবাইকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।
এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান।
বাংলা বর্ষবরণের এ আয়োজন সরাসরি সম্প্রচার করে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচার করা হয়।
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনা বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করছে। এবার ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে গত তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে চলে গানের মহড়া।
ঢাকা/সুকান্ত/রফিক