লোকে পাকিস্তানের হার দেখার অপেক্ষায় থাকেন: হারিস রউফ
Published: 18th, March 2025 GMT
পাকিস্তানে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা করা এখন খুব সাধারণ বিষয়। শুধু তা–ই নয়, পাকিস্তানের মানুষ নাকি জাতীয় দলের হার দেখার অপেক্ষায় থাকেন। এমন বিস্ফোরক দাবি দলটির পেসার হারিস রউফের।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা। হারের পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন রউফ।
আরও পড়ুননতুন শুরুর দ্বিতীয় ম্যাচেও মুখ থুবড়ে পড়ল পাকিস্তান৯ ঘণ্টা আগেএই সিরিজের আগে সালমান আগার কাঁধে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের ভার অর্পণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্ব নেওয়ার পর সালমান ‘ভয়ডরহীন ক্রিকেট’ খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তানের খেলায় ব্যাপারটা সেভাবে চোখে পড়েনি। প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হওয়ার পর আজ বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৩৫ রান তুললেও নিউজিল্যান্ড জিতেছে ১১ বল হাতে রেখে।
দ্বিতীয় টি–টোয়েন্টিতে ২টি উইকেট নেন হারিস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খিলক্ষেতে শিশু ধর্ষণে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি
রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমপি মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়। গ্রেপ্তার আসামিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন উত্তেজিত জনতা। পরবর্তী সময়ে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে। মারধরের কারণে আসামি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসামির নাম জান। তার বয়স আনুমানিক ১৬ বা ১৭।