নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ বা আরসা) পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.

মঈনউদ্দিন কাদির ৫ দিন করে মোট ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), আসমাউল হোসনা (২৩), ও হাসান (৪৩)। এরা সকলেই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সেই সাথে আতাউল্লাহ ছাড়া বাকী সকলেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সাথে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলো। র‌্যাব ও পুলিশ গোপন সংবাদ পায় যে, আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। রিমাণ্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় আসামিদের কাছ থেকে ২১ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন

নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরিয়ান সামির আনান। নারায়ণগঞ্জের আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আনান নয় খেলায় আট পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে।

অপরদিকে যৌথভাবে রানার আপ হয়েছে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির আশফাক সাফিন আহনাফ ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির রাহিব রহমান। দু’জনেই সমান সংখ্যক সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে।

প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির নুসরাত হাসান নাবা, নবম শ্রেণির ধ্রুব সেনগুপ্ত ও সপ্তম শ্রেণির মোঃ রোহান খান।

রবিবার (১৬ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ।

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাতি খন্দকার মাহাবুবুল ইসলাম সোহেল, এসিপির সহ-সভাপতি ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, এসিপিবি-র সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন, আন্তর্জাতিক রেটেড দাবাড়ু, লেখক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু এবং দাবানুরাগী ও চিত্রশিল্পী স্বপন চারুশি। 

নাহার চেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশ সেরা দাবা সংগঠক মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু এমদাদুল কবির চৌধুরী রাজু ও মোহাম্মদ আলী।

নারায়ণগঞ্জ জেলার চারটি বিদ্যালয়ের মোট দশজন ছাত্রছাত্রী নয় রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও দাবা প্রশিক্ষক নাজমুল হাসান রুমি। বিজয়ীদের পুরস্কার পরবর্তীতে প্রদান করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ
  • প্রয়াত বিমান ভট্টাচার্য্য’র পরিবারকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লাখ টাকা অনুদান প্রদান
  • শুক্রবার নারায়ণগঞ্জে আসবেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না 
  • নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে শহরে ছাত্র সমাবেশ ও মিছিল 
  •  নুর হোসেন হাক্কানী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • সাংবাদিকদের আইসিটিসহ রাজনৈতিক মামলার দায়িত্ব নিলেন জামায়াত  
  • ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস
  • ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে কোটি টাকা লুটের অভিযোগ
  • নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন