ছোট পর্দার প্রভাবশালী অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও দর্শকেরা তাঁর অভিনয়–ঝলক দেখেছেন। এই অভিনয়শিল্পী ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন। তবে পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন হাতে গোনা। ঈদে ‘বরবাদ’ ছবিতে দেখা যাবে এই অভিনয়শিল্পীকে। গতকাল সোমবার ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ছবির পরিচালক মেহেদী হাসান পোস্টারটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘“বরবাদ”–এ ইন্তেখাব দিনার অভিনয় করছেন শিহাব চরিত্রে।’
ইন্তেখাব দিনার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খিলক্ষেতে শিশু ধর্ষণে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি
রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমপি মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়। গ্রেপ্তার আসামিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন উত্তেজিত জনতা। পরবর্তী সময়ে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে। মারধরের কারণে আসামি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসামির নাম জান। তার বয়স আনুমানিক ১৬ বা ১৭।