‎সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নগরীর পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহরের চাষাড়ার খাজা সুপার মার্কেটের সামনে বিল্ডিং টেকনোলজি আর্কিটেকচার এর আয়োজনে বিতরণ করা হয় এ ইফতার।

‎‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম  আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব। এছাড়া বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

‎‎প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। এ মাসে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য ধর্মপ্রান মুসলমানেরা ইবাদত বন্দিগীতে মশগুল থাকে। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য আছেন।

আপনারা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রান ভরে দোয়া করবেন যেনো তিনি সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে এ দেশের নেতৃত্ব দিয়ে দেশকে ও দেশের গণতন্ত্রকে পুনরূদ্ধার করে সকলের মুখে হাসি ফোটাতে পারেন।

‎‎এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিএস শাহআলম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবদল সদস্য মোঃ সোহেল, জেলা যুবদল নেতা জাহিদ হাসান ও নাজমুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হামিদুর রহমান সুমন,সরদার সুজন ও সাইফ মাহমুদ আকাশ সহ প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ন র য়ণগঞ জ ব এনপ র

এছাড়াও পড়ুন:

নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন

নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরিয়ান সামির আনান। নারায়ণগঞ্জের আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আনান নয় খেলায় আট পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে।

অপরদিকে যৌথভাবে রানার আপ হয়েছে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির আশফাক সাফিন আহনাফ ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির রাহিব রহমান। দু’জনেই সমান সংখ্যক সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে।

প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির নুসরাত হাসান নাবা, নবম শ্রেণির ধ্রুব সেনগুপ্ত ও সপ্তম শ্রেণির মোঃ রোহান খান।

রবিবার (১৬ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ।

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাতি খন্দকার মাহাবুবুল ইসলাম সোহেল, এসিপির সহ-সভাপতি ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, এসিপিবি-র সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন, আন্তর্জাতিক রেটেড দাবাড়ু, লেখক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু এবং দাবানুরাগী ও চিত্রশিল্পী স্বপন চারুশি। 

নাহার চেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশ সেরা দাবা সংগঠক মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু এমদাদুল কবির চৌধুরী রাজু ও মোহাম্মদ আলী।

নারায়ণগঞ্জ জেলার চারটি বিদ্যালয়ের মোট দশজন ছাত্রছাত্রী নয় রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও দাবা প্রশিক্ষক নাজমুল হাসান রুমি। বিজয়ীদের পুরস্কার পরবর্তীতে প্রদান করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে আরসার পাঁচ সদস্যসহ গ্রেপ্তার ৬, দশ দিনের রিমান্ড
  • প্রয়াত বিমান ভট্টাচার্য্য’র পরিবারকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লাখ টাকা অনুদান প্রদান
  • শুক্রবার নারায়ণগঞ্জে আসবেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না 
  • নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে শহরে ছাত্র সমাবেশ ও মিছিল 
  •  নুর হোসেন হাক্কানী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • সাংবাদিকদের আইসিটিসহ রাজনৈতিক মামলার দায়িত্ব নিলেন জামায়াত  
  • ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস
  • ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে কোটি টাকা লুটের অভিযোগ
  • নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন