Samakal:
2025-03-18@16:27:14 GMT

ফের এক হলেন অপূর্ব-নীহা

Published: 18th, March 2025 GMT

ফের এক হলেন অপূর্ব-নীহা

গেল ভালোবাসা দিবসে প্রকাশ পায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা অভিনীত নাটক ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটি তুমুল দর্শকপ্রিয়তা পায়। এ পর্যন্ত নাটকটি ২০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এবার ঈদেও ফিরছে ‘মন-দুয়ারী’ টিম। ‘মেঘবালিকা’ নামে একটি নাটকে ঈদে ফের দেখা যাবে অপূর্ব ও নীহা জুটিকে। এটিও রচনা এবং পরিচালনায় আছেন জাকারিয়া সৌখিন।

‘মেঘবালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেমবিষয়ক গল্প। এবারের গল্পে দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যায়। সে এক গভীর পাগলামি প্রেম। ইন্টারমিডিয়েটে পড়া একজন বালিকার প্রেম যতটা তীব্র হতে পারে– ঠিক ততটাই।

সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু। আর সেই বন্ধুত্ব খুবই গাঢ়। এতটাই গাঢ় যে, আবিদকে নায়লার ভাই এবং বাবা-মা নিজেদের পরিবারের সদস্য মনে করে। আর তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে দেয়।

‘মন-দুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ পাশাপাশি সময়ে নির্মিত হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। কারণ ‘মন-দুয়ারী’র পর চমক হিসেবে ‘মেঘবালিকা’র ঘোষণা দেওয়ার প্ল্যান ছিল আগে থেকেই।

‘মেঘবালিকা’ নাটক সম্পর্কে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চার পাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটি বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে।’ 

‘মেঘবালিকা’ নাটক নিয়ে অপূর্ব বলেন, ‘এটা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আর নীহা ভালো অভিনয় করেছে। এখন ওর যে টাইপের ক্যারেক্টারে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের ক্যারেক্টার পেয়েছে। সব মিলিয়ে দারুণ একটি নাটক। ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক। আমার বিশ্বাস, সবাই এক বসাতে নাটকটি তৃপ্তি নিয়ে দেখবে।’

নাজনীন নীহা ‘মেঘবালিকা’ নিয়ে বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি– এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস, মন-দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করে নিবে।’

‘মেঘবালিকা’ নাটকে আরও অভিনয় করেছে সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশারসহ আরও অনেকে। ‘মেঘবালিকা’ অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর দ্বিতীয় নাটক। গেল ভ্যালেন্টাইনে তাদের ‘মন-দুয়ারী’ তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। নাটকটি রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মাত্র ৪ দিনে কোটি দর্শক দেখে ফেলেছিল। 

ঈদে নাটকটি  ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন জন ন ন হ র ন হ মন দ য় র ন টকট

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনির শাহাদাতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রজনতা।

তারা ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুসহ সকল ইসরাইলি যুদ্ধাপরাধী নেতাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ থেকে এসব দাবি জানানো হয়।

বিক্ষোভের আয়োজন করে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে ৩৪ দিন ধরে গণঅবস্থানকারী ছাত্রজনতা।

বিক্ষোভ থেকে ‘রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও’ ‘যুদ্ধবিরতিতে হামলা কেন, ইসরাইল জবাব দাও’ ‘গাজায় হামলা কেন, আমেরিকা জবাব দাও’ ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’ ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক শিল্পী সাইয়েদ কুতুব বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি করিয়ে ফিলিস্তিনিদের যুদ্ধ বিধ্বস্ত গাজার লোকালয়ে জড়ো করেছিলেন। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গতকাল রাতে দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহ এলাকাজুড়ে তাদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে।

অসহায় ফিলিস্তিনিদের পাশে বিশ্ববাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজায় শুধু মুসলমানেরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্বমানবতাই আজ ঔপনিবেশিক হানাদার ইসরাইলি বাহিনীর হামলার শিকার।

জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক গাজাবাসীর ওপর পরিচালিত নির্মম গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ছাত্রজনতার গণঅবস্থানের সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গণহত্যা শুরু করেছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত গাজা দখল পরিকল্পনারই অংশ। এ অবস্থায় আমরা বিশ্বের সকল মুসলমানকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য তামিম আনোয়ার ও বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য কাজী আশিক প্রমুখ।

ঢাকা/সৌরভ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ