ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ বলেছেন, বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করে ফেলা হয়েছে। দেশের সমস্ত ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়াস্থ মেডিকেল মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উওর (২নং ওয়ার্ড) এর আয়োজনে গণ ইফতার মাহফিল ও ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ প্রবাসে গিয়ে কষ্ট করে ঘাম ঝড়িয়ে দেশে টাকা পাঠায়। আর আমাদের দেশের কিছু কুলাঙ্কার নেতারা দেশের টাকা বাইরে পাচার করে।

এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটি সুষ্ঠু সুন্দর দেশ গঠন করতে আমাদের চরমোনাই পীর সাহেব সংগ্রাম করে যাচ্ছেন। দেশকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে ইসলামী শাসনের কোন বিকল্প নেই। আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি।

মাসুম বিল্লাহ আরো বলেন, ১৯৭১ সালে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। স্বাধীনের পর ৫৪ বছর অতিক্রম হয়ে গেছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, সেই লক্ষ্য ও উদ্দেশ্য আমরা পুরোপুরি পুরণ করতে পারিনি। আমরা শোষণ-জুলুম-নির্যাতন থেকে মুক্ত থাকতে এবং ভোটের অধিকারের জন্য সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে বিজয় অর্জন করেছিলাম।

কিন্ত স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে, সরলমনা সাধারণ মানুষকে কথার ফুলঝুড়ি আর প্রলোভন দেখিয়ে প্রত্যেকেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে। পরবর্তীতে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উওর (২নং ওয়ার্ড) এর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (সিদ্ধিরগঞ্জ থানা উওর) এর সভাপতি মোহাম্মদ ইসমাঈল হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীনি সংগঠন সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক আলহাজ¦ রহিমউদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ লড়াকু, সেক্রেটারী মওলানা সৈয়দ রিদওয়ান আহমদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সভাপতি মাজহারুল হক ময়ুর, ডাঃ সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ, রহমত উল্লাহ, মোজাম্মেল হক, খালেদ সাইফুল্লাহ সানভীর, মাহমুদুল হাসান আপেল, মোমেন ইসলাম, জোবায়ের হোসেন সাঈদ, মাওলানা হেমায়েত উদ্দিন, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন নুরু ও খেলাফত মজলিস ২নং ওয়ার্ডের সভাপতি ক্বারী হাসমত আলী প্রমূখ।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সরক র র জন ত ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন ম হ ম মদ ইসল ম

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের আইসিটিসহ রাজনৈতিক মামলার দায়িত্ব নিলেন জামায়াত  

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ডক্টর মো. ইকবাল হোসেন ভূইয়া বলেন, 'সাংবাদিকদের আইসিটি মামলাসহ অন্য যেকোনো রাজনৈতিক মামলার সকল দায় দায়িত্ব আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখা গ্রহণ করবে।

আইনজীবী ও মামলা পরিচালনার জন্য আর দুটি পয়সাও আদালতে গিয়ে আপনাদের গুনতে হবে না।

আমরা এই দায়িত্ব গুরুত্বসহকারে দেখবো৷ আপনারা যারা এধরনের মামলার কারণে দিনের পর দিন মানবেতর জীবন যাপন করছেন তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি এ কারণে যে আমরা আগে আপনাদের খোঁজ খবর নিতে পারিনি'।  

সোমবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম উদ্যোগে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ সংস্কার শেষ হলে আগামী জাতীয় নির্বাচন হবে স্বরণকালের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন।

সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারবে। তাই রাজনৈতিক দল গুলোর কাছে অনুরোধ রইলো পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দাবি করা থেকে বিরত থাকুন।

সোনারগাঁ সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাহজালালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সহ সেক্রেটারি মো. আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মো. আশরাফুল ইসলাম, দেওয়ান মো. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা উত্তরের আমির মো. ইসহাক মিয়া, সোনারগাঁ উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমীনসহ সোনারগাঁয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপিড়ীত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে আরসার পাঁচ সদস্যসহ গ্রেপ্তার ৬, দশ দিনের রিমান্ড
  • খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ
  • প্রয়াত বিমান ভট্টাচার্য্য’র পরিবারকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লাখ টাকা অনুদান প্রদান
  • শুক্রবার নারায়ণগঞ্জে আসবেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না 
  • মার্চ ১৯৭১ : পথ খুঁজে খুঁজে দুই দিন
  • নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে শহরে ছাত্র সমাবেশ ও মিছিল 
  •  নুর হোসেন হাক্কানী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • সাংবাদিকদের আইসিটিসহ রাজনৈতিক মামলার দায়িত্ব নিলেন জামায়াত  
  • তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ