সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতার বাড়িতে চুরি
Published: 18th, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিলের বাড়িতে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে কাজী শাকিল উল্লেখ করেন, জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে থাকায় গত রবিবার রাতের কোন এক সময় তার ঘরের তালা ভেঙ্গে দুর্র্ধষ চুরির ঘটনাটি ঘটায় অজ্ঞাত চোরেরা।
এসময় তার ঘরে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, ৩৭ হাজার টাকা মূল্যের একটি আইফোন, ১৭ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি ফোন, ২৯ হাজার টাকা মূল্যের একটি অপো ফোন এবং আলমারিতে রাখা নগদ ২ লক্ষ ৬৮ হাজার টাকা নিয়ে চোরেরা। এছাড়া ঘরের সকল আসবাবপত্র ছড়ি-ছিটিয়ে ও ভাঙচুর করে আর্থিক ক্ষতি সাধন করে।
এ বিষয়ে বিএনপি নেতা কাজী শাকিল বলেন, ঘটনার রাতে বাসায় কেউ ছিল না। সবাই বেড়াতে গিয়েছিল এবং আমিও জরুরী প্রয়োজনে বাইরে ছিলাম।
এ সুযোগে অজ্ঞাত চোরেরা আমার বাসায় দুর্র্ধষ এই চুরির ঘটনা ঘটিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে।
একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী।
জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।