রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সব ধরনের দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে খামারবাড়ির সামনে দুর্নীতি বিরোধী নাগরিক ও ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধনে এ দাবি জানান কৃষিবিদসহ নানা শ্রেণিপেশার মানুষ। 

তারা বলেন, সম্প্রতি বদলি বাণিজ্যের অভিযোগে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড.

মুহাম্মদ মাহবুবুর রশীদকে বদলি করা হয়। বদলির প্রজ্ঞাপন জারির পর গত বৃহস্পতিবার থেকে মাহবুবুর রশীদের অনুসারীরা খামারবাড়ির গেটে তালা, বহিরাগতদের দিয়ে সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনের মতো কর্মসূচি দিয়ে নানা বিশৃঙ্খলা তৈরি করেন। কৃষিতে অস্থিরতা তৈরির সঙ্গে জড়িত কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ ও রেজাউল ইসলাম মুকুলসহ জড়িতের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষিবিদরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর রেজাউল ইসলাম মুকুল, মুহাম্মদ মাহবুবুর রশিদ এবং এ কে এম হাসিবুল হাসান নামে তিন কর্মকর্তা বিএনপির নাম ভাঙ্গিয়ে বদলি-পদায়ন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন কৃষি মন্ত্রণণালয় দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়ার পর সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে বিতর্কিত কর্মকর্তার সিন্ডেকেট। কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি তহবিল যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। 

কৃষিকে দুর্নীতিমুক্ত করার এই আন্দোলনে অংশ নিয়ে কৃষিবিদ আব্দুর রহমান বলেন, কৃষকরা যেখানে সরকারি সহায়তার অপেক্ষায় থাকেন, সেখানে এই দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের প্রাপ্য অধিকার লুটে নিচ্ছেন। সরকার যদি কৃষি খাতকে টিকিয়ে রাখতে চায়, তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে।

আনিসুর রহমান নামে এক কৃষিবিদ বলেন, একজন দুর্নীতিবাজ কর্মকর্তার বদলির পর গত বৃহস্পতিবার থেকে কয়েকজন কর্মকর্তা খামারবাড়িতে বিশৃঙ্খলা করছে। সড়ক অবরোধ করে রোজাদার মানুষ ও রোগীকে কষ্ট দিয়েছে। আতঙ্ক তৈরি করে খামারবাড়িকে অচল করেছে। অথচ নৈরাজ্য সৃষ্টিকারী সেই কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কৃষিতে এ রকম ঘটনা অতীতে ঘটেনি। এবার শাস্তি না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।   

গত বৃহস্পতিবার ডিএই এর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। বদলির প্রজ্ঞাপন জারির পর পরই মাহবুবুর রশীদের অনুসারীরা খামারবাড়ির গেটে তালা, বহিরাগতদের দিয়ে সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনের মতো কর্মসূচি দিয়ে নানা বিশৃঙ্খলা তৈরি করেন।

অভিযোগ রয়েছে, গণ-অভ্যুত্থানের পর খামারবাড়ির বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রশীদ ও রেজাউল ইসলাম মুকুলের অনুসারীরা। ডিএইর একাধিক কর্মকর্তারা জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এই দুই কর্মকর্তা ও তাদের অনুসারীরা খামারবাড়িতে অনেক অনিয়ম করেছে। বদলি-পদায়ন নিয়ে অনেক বাণিজ্য করেছে। বড় প্রকল্প গুলোর পিডি হতে তারা মরিয়া হয়ে উঠে। তাদের মতের বিরুদ্ধে গেলেই স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে হয়রানি করা হয়। এক্ষেত্রে ঢাল হিসেবে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করা হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: খ ম রব ড় দ র ন ত ব জ কর মকর ত কর মকর ত র খ ম রব ড় র র অন স র র বদল র প উপপর চ সরক র

এছাড়াও পড়ুন:

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুহৃদ সমাবেশের মানববন্ধন

বড় বোন হামিদা আক্তারের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ছোট বোন শিশু আছিয়ার। মায়ের মতো প্রায়ই আছিয়াকে খাবার মুখে তুলে খাইয়ে দিতেন তিনি। বিয়ের পর সেই আদরের ছোট বোনটির ওপর নির্মম ও পাষণ্ড আচরণ কোনভাবেই মেনে নিতে পারছেন না বড় বোন হামিদা। স্বামী ও শ্বশুরসহ অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

হামিদার মতো সমকাল সুহৃদ সমাবেশের ঈশ্বরদী ইউনিটের সদস্যরাও সমভাবে ব্যথিত আছিয়ার জন্য। মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে ধিক্কার ও প্রতিবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন ঈশ্বরদীর সুহৃদরা।

আছিয়া হত্যাকাণ্ডসহ সারাদেশে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার শহরের রেলগেট জিরো পয়েন্ট এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে শিশু আছিয়াকে পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদ ও দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত নির্যাতন ও সহিংসতার তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে পথসভায় সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর কে বাবু। অনুষ্ঠানের সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ।

এ সময় বক্তব্য দেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরুল ইসলাম বাবু, সুহৃদ সমাবেশের কার্যকরী সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, তানহা ইসলাম শিমুল, আব্দুস সামাদ, সুহৃদ ফিরোজ আহমেদ, দূর্জয় ইসলাম লিমন, হাসান চৌধুরী, পরিতোষ পাল, আলমাস হোসেন হিটু প্রমুখ।
 
ঈশ্বরদী সুহৃদদের ইফতার মাহফিল
সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের উদ্যোগে প্রতি বছরের মত এবারও ইফতার মাহফিলের আয়োজন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আর কে বাবু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ। সুহৃদ উপদেষ্টা সেলিম সরদার এ আয়োজনের সার্বিক সমন্বয় করেন। ঈশ্বরদীর সকল সুহৃদরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বিনার মহাপরিচালকের অপসারণ চেয়ে কক্ষে তালা, মানববন্ধন
  • ড্যাপ বাতিল ও ইমারত বিধিমালা বাস্তবায়নে রিহ্যাবের মানববন্ধন
  • ধর্ষণ নিপীড়নের প্রতিবাদ
  • থানা কম্পাউন্ডে চুরি, নিয়ে গেল সোনা ও নগদ টাকা
  • বিএসইসিতে বিশৃঙ্খলার ঘটনায় প্রশাসনিক মামলা ও তদন্ত কমিটি গঠনের প্রস্তাব
  • নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুহৃদ সমাবেশের মানববন্ধন
  • সাবেক এমপি ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • এক কর্মকর্তার বদলি ঠেকাতে খামারবাড়িতে সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি
  • এক কর্মকর্তার বদলি ঠেকাতে এবার খামারবাড়ির ডিজির অপসারণ দাবি