নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা চাই সবক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা, জবাবদিহিমূলক সরকার।

এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ইইবি)-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড.

আসাদুজ্জামান রিপন এই কথা বলেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রমনার আইইবিতে এই অনুষ্ঠান হয়। নির্বাচন ছাড়া একটি প্রকৃত সংস্কার সম্ভব না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

ফেসবুকে পোস্ট নিয়ে কুমিল্লায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

আছিয়া স্মরণে মাগুরায় বিএনপির দোয়া ও ইফতার

তিনি আরো বলেন, “এমপিদের বেতন বাড়ানো উচিত। সংসদ সদস্য হবে একটি ফুলটাইম। কিন্তু সংসদ সদস্যদের বর্তমান বেতন কাঠামো ফুলটাইম জবের মতো নয়। বেতন আরো বাড়ানো দরকার। প্রয়োজনে অবসর ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী শোয়েব বাসরী হাবলু।

আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল খায়ের ভূইয়া, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ।

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: আসাদুজ্জামান রিপন

ঢাকা/হাসান/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

ফের স্বর্ণের দামে রেকর্ড

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে আর হয়নি।

মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২০১ টাকা বাড়িয়ে এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে ১৬ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়। যা পরদিন থেকে কার্যকর হয়। সে সময় ভালোমানের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়। দুই দিনের মাথায় এখন আবার দাম বাড়ানো হলো। এতে দু’দফায় ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮৩ টাকা।

সম্পর্কিত নিবন্ধ