গাজায় যুদ্ধবিরতি চলাকালীন এক রাতে ইসরায়েলি বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ৪১৩ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬৬০ জন। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। যাদের নাম আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি।

সোমবার রাত ২টার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে দখলদাররা। কয়েক ঘণ্টা স্থায়ী এ হামলায় মুহূর্তের মধ্যে ঝরে যায় শত শত মানুষের প্রাণ।

আহতের সংখ্যা এতটাই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানিয়েছে। রক্তের স্বল্পতার পাশাপাশি পেইনকিলার ও ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা।

গত ১৭ দিন ধরে গাজায় সবধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলি দখলদাররা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

গাজায় এক রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ছাড়াল ৪০০

গাজায় যুদ্ধবিরতি চলাকালীন এক রাতে ইসরায়েলি বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ৪১৩ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬৬০ জন। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। যাদের নাম আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি।

সোমবার রাত ২টার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে দখলদাররা। কয়েক ঘণ্টা স্থায়ী এ হামলায় মুহূর্তের মধ্যে ঝরে যায় শত শত মানুষের প্রাণ।

আহতের সংখ্যা এতটাই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানিয়েছে। রক্তের স্বল্পতার পাশাপাশি পেইনকিলার ও ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা।

গত ১৭ দিন ধরে গাজায় সবধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলি দখলদাররা।

সম্পর্কিত নিবন্ধ