বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, হাফেজ হওয়া কোনো চাট্টিখানি ব্যাপার না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনিই হাফেজ হয়েছেন।

আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না,কোরআন বুঝে তেলাওয়াত করার উপর তাগিদ দিয়েছেন। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি বলেছেন। 

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে চাষাড়ায় ডাক বাংলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় তিনি আরও বলেন, আজকে ইসলামি ছাত্র শিবির যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। এজাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি,বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে। 

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ঐ অবস্থা থেকে মুক্তি দিয়েছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরী করতে চায়।তাই দেশ,জাতি এবং উম্মাহ'র কল্যান তৈরী করবে, সমৃদ্ধির একটি পথ দেখাবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। 

নাঃগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট নিজাম উদ্দিন (এপিপি) এবং সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন (এপিপি), মহানগর দপ্তর সম্পাদক আমজাদ হোসেন,  মহানগর অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, মহানগর শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম, মহানগর স্কুল কার্যক্রম সম্পাদক আল হেলাল,  মহানগর সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, মহানগর প্রচার সম্পাদক হুজ্জাতুল  ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন ইসল ম ক রআন

এছাড়াও পড়ুন:

ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে।

ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়নগঞ্জে আসবে। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ অনুরোধে বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হতে যাওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে।

মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং উন্নত সেবার ট্রেন পরিচালনার মানদণ্ড বজায় রাখবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বর্তমান ট্রেন সার্ভিসের মান নিয়ে যাত্রী সাধারণ মোটেও সন্তুষ্ট নয়। বরং নিয়মিত যাত্রীদের হাজারো অভিযোগ। ট্রেনের সিট ভালো না। গরমে ফ্যান চলেনা। রাতে অনেক বগিতে ঠিকমত বাতি জ্বলেনা। 

নারায়ণগঞ্জ রেলওয়ে সূত্র বলছে, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করে। এদের মধ্যে অফিসগামী লোকজন থেকে শুরু করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে আরসার পাঁচ সদস্যসহ গ্রেপ্তার ৬, দশ দিনের রিমান্ড
  • খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ
  • প্রয়াত বিমান ভট্টাচার্য্য’র পরিবারকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লাখ টাকা অনুদান প্রদান
  • শুক্রবার নারায়ণগঞ্জে আসবেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না 
  • নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে শহরে ছাত্র সমাবেশ ও মিছিল 
  •  নুর হোসেন হাক্কানী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • সাংবাদিকদের আইসিটিসহ রাজনৈতিক মামলার দায়িত্ব নিলেন জামায়াত  
  • ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস
  • কোরআনের মাধ্যমে জীবন সমৃদ্ধ করার ৭ উপায়