বাংলাদেশে এআই অলিম্পিয়াডের প্লাটিনাম স্পন্সর বিইউবিটি
Published: 18th, March 2025 GMT
এবার নিয়ে দ্বিতীয়বারের মতো দেশে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও)। এ আয়োজনের প্লাটিনাম স্পনসর হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এ ছাড়া প্রতিষ্ঠানটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের অলিম্পিয়াড হোস্ট করবে। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) সম্পর্কে ধারণা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণের প্রস্তুতির সহায়ক হবে।
আজ মঙ্গলবার এ বিষয়ে বিইউবিটি ও বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী এবং বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর আওতায় বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে প্রস্তুতিমূলক কর্মশালা, সচেতনতা মূলক প্রচারণা এবং এআই–সম্পর্কিত বিভিন্ন সেশন অন্যতম। এসবই শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য দেশের সবচেয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের একটি দল গঠন করা, যারা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য বলেন, এই অলিম্পিয়াড বাংলাদেশের এআই খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।’
অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘এ উদ্যোগ প্রযুক্তির ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে।’
আরও পড়ুনইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন ১০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ তাঁর বক্তব্যে এআই দক্ষতার উন্নয়ন ও শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগ-সুবিধা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, অলিম্পিয়াডটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে—আঞ্চলিক রাউন্ড ও জাতীয় রাউন্ড। জাতীয় পর্বের শীর্ষস্থানীয় প্রতিযোগীদের জাতীয় এআই ক্যাম্পে সুযোগ দেওয়া হবে। সেখান থেকে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ও গ্লোবাল এআই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। উল্লেখ্য, চলতি বছরের ২-৯ আগস্ট চীনের রাজধানী বেইজিংয়ে এবারের আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন এআই (IOAI) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, বিইউবিটির রেজিস্ট্রার মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইনট ল জ ন স আর ট ফ শ য অন ষ ঠ ন ব ইউব ট
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১