একাই ৪০৪ রান করল মোস্তাকিম, ২২ ছক্কার সঙ্গে ৫০ চার
Published: 18th, March 2025 GMT
১০০ বা ২০০ রান নয়, একেবারে ৪০০! তা–ও আবার বাংলাদেশের একজন গড়েছে এমন কীর্তি।
জাতীয় স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য এ ঘটনাই ঘটিয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মোস্তাকিম হাওলাদার। ১৭০ বলের ইনিংসে চারই মেরেছে ৫০টি, সঙ্গে ২২ ছক্কা। শেষ পর্যন্ত মোস্তাকিম অপরাজিত ছিল ৪০৪ রানে।
বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। জাতীয় স্কুল ক্রিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে এই কীর্তিই গড়েছে মোস্তাকিম।
একই ম্যাচে মোস্তাকিমের সতীর্থ সোয়াদ পারভেজও করেছে ডাবল সেঞ্চুরি। ১২৪ বল খেলে ৪২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রান অপরাজিত ছিল পারভেজ। তার সঙ্গে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মোস্তাকিম। সব মিলিয়ে তাদের দল ৫০ ওভারের ম্যাচে ২ উইকেট হারিয়ে তোলে ৭৭০ রান।
এরপর বল হাতে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিকে মাত্র ৩২ রানে অল আউট করে দেয় ক্যামব্রিয়ান স্কুল। হাসান হৃদয় পায় ৬ উইকেট ও পারভেজ নেয় ৪ উইকেট।
৪০০ রানের ইনিংস খেলার পর আজ মিরপুরে সাংবাদিকদের মোস্তাকিম জানায়, ‘আল্লাহ লিখে রাখছে। আর নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। যখন উইকেটে আসি, চেষ্টা করেছি ব্যাটের সঙ্গে বলের সংযোগটা ভালো করতে। যখন দেখলাম ভালো লাগছে, তখন মনে হয়েছে পারব আজকে।’
ক্রিকেটে মোস্তাকিমের আদর্শ সাকিব আল হাসান হলেও পাওয়ার হিটিংয়ের জন্যই অনুসরণ করে ক্যারিবিয়ান ক্রিকেটকে।
৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া বন্ধু সোয়াদ পারভেজের সঙ্গে আগেও খেলেছে মোস্তাকিম। ম্যাচ শেষে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা মোস্তাকিমের, ‘শেষ দিকে ওভার কম ছিল। ও আমাকে স্ট্রাইক দিয়ে সাহায্য করছিল। ও আর আমি ছোটবেলা থেকেই একসঙ্গে খেলি। অনেক সাহায্য করেছে। আমাদের লক্ষ্য ছিল দুজন মিলেই যেন শেষ করে আসতে পারি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের নায়িকার পর ভারতীয় ভিলেন
পরিচালক আসিফ ইকবালের ‘ফোর্স’ নামের সিনেমায় কদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সিনেমায় তাঁর নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার। এবার নির্মাতা জানালেন, সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাহুল দেব।
আরও পড়ুনপাকিস্তানের এই মডেলকে বাংলা সিনেমায় নেওয়ার কারণ জানালেন পরিচালক১৩ মার্চ ২০২৫খবরটি নিশ্চিত করে আসিফ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘এ সিনেমার জন্য দীর্ঘদিন ধরেই একজন ভিলেন খুঁজছিলাম। দেশের দর্শকদের একজন নতুন ভিলেনের সঙ্গে পরিচিত করতে চাচ্ছিলাম। বাংলাদেশ ও কলকাতায় অনেক খুঁজেছি। রাহুলের সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল, শিডিউল মিলে যাওয়ায় গতকাল সোমবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।’
আরও পড়ুনপাকিস্তানের মডেল এবার বাংলাদেশের সিনেমায়১২ মার্চ ২০২৫আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরসহ বেশ কিছু জায়গায় শুটিং হবে সিনেমাটির। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন।
মডেল ও অভিনেত্রী জারা আহমেদ