বরিশাল সিটি করপোরেশনে চাকরি ফিরে পেতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ
Published: 18th, March 2025 GMT
বরিশাল সিটি করপোরেশনের চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। আন্দোলনকারী ব্যক্তিরা হুঁশিয়ারি দিয়েছেন যে দুই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি চাকরিতে পুনর্বহালে কর্তৃপক্ষ তাঁদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন।
আন্দোলনকারী ব্যক্তিরা জানান, গত ১ জানুয়ারি বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে কোনো ধরনের নোটিশ না দিয়ে এবং বেতন-ভাতা বকেয়া রেখে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। এর পর থেকে তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। আজ মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনে শ্রমিক ইউনিয়ন ও হরিজন সম্প্রদায়ের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বেলা ১১টায় তাঁরা এই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালি। বক্তব্য দেন হরিজন সংঘের সভাপতি সানু লাল, শ্রমিক ইউনিয়নের সদস্য আবুল হোসেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ এবং ইজিবাইকের চালক সংগ্রাম পরিষদের দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন।
সমাবেশে বক্তারা বলেন, দুই মাসের বেতন বকেয়া রেখে ১ জানুয়ারি সিটি করপোরেশনের ১৬০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করায় ওই সব শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় পড়েছেন। সমাবেশে সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালি বলেন, এক মাস আগে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং ষাট বছরের ঊর্ধ্বের বয়সী শ্রমিকদের পরিবার-পরিজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এরপর এক মাস পার হলেও প্রশাসন এখনো প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি।
আন্দোলনকারী শ্রমিকদের একজন বলেন, ‘আমরা অল্প বেতনে চাকরি করে এত দিন পরিবার নিয়ে খেয়ে–না খেয়ে জীবনধারণ করতাম। এখন সেই সংস্থানটুকুও না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। আমরা এ জন্য অবিলম্বে আমাদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
বিষয়টি নজরে আনা হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, ‘সরকারি নিয়ম মেনেই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তবে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি এবং তাঁদের লিখিত আবেদন দেওয়ার জন্য বলেছি। কিন্তু তাঁরা কোনো আবেদন দেননি। আবেদন করলে আমরা তা মন্ত্রণালয়ে পাঠিয়ে বিবেচনার জন্য ব্যবস্থা নিতে পারি। এর বাইরে আপাতত কোনো কিছুই আমাদের করণীয় নেই।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বর শ ল স ট পর ব র
এছাড়াও পড়ুন:
বরিশাল সিটি করপোরেশনে চাকরি ফিরে পেতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ
বরিশাল সিটি করপোরেশনের চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। আন্দোলনকারী ব্যক্তিরা হুঁশিয়ারি দিয়েছেন যে দুই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি চাকরিতে পুনর্বহালে কর্তৃপক্ষ তাঁদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন।
আন্দোলনকারী ব্যক্তিরা জানান, গত ১ জানুয়ারি বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে কোনো ধরনের নোটিশ না দিয়ে এবং বেতন-ভাতা বকেয়া রেখে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। এর পর থেকে তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। আজ মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনে শ্রমিক ইউনিয়ন ও হরিজন সম্প্রদায়ের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বেলা ১১টায় তাঁরা এই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালি। বক্তব্য দেন হরিজন সংঘের সভাপতি সানু লাল, শ্রমিক ইউনিয়নের সদস্য আবুল হোসেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ এবং ইজিবাইকের চালক সংগ্রাম পরিষদের দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন।
সমাবেশে বক্তারা বলেন, দুই মাসের বেতন বকেয়া রেখে ১ জানুয়ারি সিটি করপোরেশনের ১৬০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করায় ওই সব শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় পড়েছেন। সমাবেশে সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালি বলেন, এক মাস আগে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং ষাট বছরের ঊর্ধ্বের বয়সী শ্রমিকদের পরিবার-পরিজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এরপর এক মাস পার হলেও প্রশাসন এখনো প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি।
আন্দোলনকারী শ্রমিকদের একজন বলেন, ‘আমরা অল্প বেতনে চাকরি করে এত দিন পরিবার নিয়ে খেয়ে–না খেয়ে জীবনধারণ করতাম। এখন সেই সংস্থানটুকুও না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। আমরা এ জন্য অবিলম্বে আমাদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
বিষয়টি নজরে আনা হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, ‘সরকারি নিয়ম মেনেই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তবে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি এবং তাঁদের লিখিত আবেদন দেওয়ার জন্য বলেছি। কিন্তু তাঁরা কোনো আবেদন দেননি। আবেদন করলে আমরা তা মন্ত্রণালয়ে পাঠিয়ে বিবেচনার জন্য ব্যবস্থা নিতে পারি। এর বাইরে আপাতত কোনো কিছুই আমাদের করণীয় নেই।’