আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে মূল সনদ গ্রহণকারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী।

জানা গেছে, আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য পঞ্চম সমাবর্তনে মূল সনদ গ্রহণকারীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তীব্র সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে মূল সনদ গ্রহণকারীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চবি শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ না করার দাবি চবি শিক্ষার্থীদের

স্টেশনে ভিক্ষা করলেও স্বপ্ন ব্যাংকার হওয়ার

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, “২০১১ সাল থেকে ২০২৩ পর্যন্ত যারা ইতোমধ্যে সার্টিফিকেট উত্তোলন করেছেন, তারাও পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। আবেদন ফরমে উত্তোলনকৃত সনদের কপি আপলোড করতে হবে। তাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।”

গত ১৩ মার্চ অনুষ্ঠিতব্য সমাবর্তন নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মূল সনদ উত্তোলন করেছেন, তারা পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন না। 

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৪৬তম বিসিএসে লিখিত প্রার্থীদের ৪৪-এর মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে: পিএসসির চেয়ারম্যান

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁদের মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার শিডিউল রয়েছে, তাঁদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। ১৬ জুনের পর দ্রুততম সময়ে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাইভা দুই মাস পরে হবে। আমরা দেখেছি, লিখিত পরীক্ষায় অংশ নেবেন, এরপর ভাইভা পরীক্ষাও দেবেন এমন প্রার্থীর সংখ্যা ২৩০০। তাঁদের ভাইভা আমরা পরে নেব। আজ বৃহস্পতিবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন পিএসসির চেয়ারম্যান।

এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির মধ্য রুটিন প্রকাশ, ৮ মে শুরু২ ঘণ্টা আগে

এর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পর তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে কবর দে’, ‘ড্রিম পিএসসি’, ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।

আরও পড়ুনপিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ড্যাফোডিলে ‘শান্তি স্থাপন ও দ্বন্দ্ব নিরসনে’ কর্মশালা
  • ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি: অনুষ্ঠান শুরুর আগেই সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
  • ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল 
  • গ্যাগারিন বিজ্ঞান উৎসবে রকেট মডেল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • বিনিয়োগ সম্মেলনে চীনের অংশগ্রহণকারী ছিলেন ১৪৭ জন 
  • অংশগ্রহণকারীদের অর্ধেকই ৩ দেশের, ২৫ ভাগ প্রবাসী
  • নৈঃশব্দের চার অধ্যায় প্রসঙ্গে
  • ৪৬তম বিসিএসে লিখিত প্রার্থীদের ৪৪-এর মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে: পিএসসির চেয়ারম্যান
  • জবির লংমার্চে পুলিশের বাধা, স্মারকলিপি দেবে প্রতিনিধিদল