ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পাল্টা হামলা চালাতে ‘পিছপা’ হবে না। ইয়েমেনি হুতিদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কিংবা ইরানের মতো মিত্রের কাছ থেকে আবেদনও তাদের হুতিদের হামলার গতি রোধ করতে পারবে না। 

মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় একের পর এক হামলা শুরু করেছে। ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, উত্তেজনা প্রশমিত করার জন্য ইরান শুক্রবার তেহরানে হুথি দূতকে মৌখিক বার্তা দিয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার মাস্কাট সফরের সময় হুতিদের সাথে মধ্যস্থতাকারী ওমানকে একই বার্তা দিতে বলেছিলেন। উভয় কর্মকর্তাই নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

হুতিদের নতুন করে নেওয়া পদক্ষেপের বিষয়ে সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে ইরান প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তেহরান জানিয়েছে, এই দলটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, হুতিদের দ্বারা পরিচালিত যেকোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন।

সোমবার রাতে হুতি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের রয়টার্সের সাথে কথা বলেছেন, "গাজায় ত্রাণ অবরোধ শেষ না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ করার কোনো আলোচনা হবে না। ইরান আমাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না, তবে যা ঘটছে তা হল তারা মাঝে মাঝে মধ্যস্থতা করে কিন্তু কিছু বিষয়ে নির্দেশ দিতে পারে না।”

তেহরানে হুতি দূতকে ইরান কোনো বার্তা দিয়েছে কিনা সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি উল্লেখ করে আমের জানান, অন্যান্য পক্ষ থেকে ফোনে করে বার্তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এখন আমরা দেখতে পাচ্ছি যে ইয়েমেন আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত এবং এর অর্থ হল আমাদের সকল সম্ভাব্য উপায়ে আত্মরক্ষার অধিকার রয়েছে, তাই উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বালু তোলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধসহ আহত ২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চল পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামে নদীর বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে মেহেদি হাসান রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচা জিয়া ও একই গ্রামের মো. সাবিদ।

গতকাল সোমবার রাতে নিগুয়ারী ইউনিয়নের পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। নিহত যুবক রাকিব তললী নামাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় ইয়াসিন খানের সঙ্গে নিহত মেহেদি হাসান রাকিবের নদীর বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন পাতলাসী বাজারে একসঙ্গে ইফতার করে নিগুয়ারী পল্টন মোড়ে আসার সময় রাকিবের সঙ্গে ইয়াসিনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রাত ১০টার দিকে ইয়াসিন ও তার লোকজন পল্টন মোড়ে রাকিবের ওপর হামলা করে। এ সময় সংঘর্ষ শুরু হলে ইয়াসিন ও তার লোকজন রাকিবকে ধরে নিগুয়ারী পল্টন মোড়ে ইয়াসিনের অফিসে নিয়ে মারধর করে। পরে রাকিবকে অফিসের পেছনে নিয়ে পিটিয়ে, কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাকিব। এ ঘটনায় সাবিদ (২৪) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রাকিবের চাচা জিয়াকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করলে সেও আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গুলিবিদ্ধ সাবিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত রাকিবের বাবা মজিবুর রহমান বলেন, ইয়াসিন ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। 

নাম না বলার শর্তে তিনি জানান, স্থানীয় নেতার ছত্রছায়ায় ইয়াসিন খান এই ইউনিয়নের মাছের খামার, ইটভাটা, বালুর ব্যবসা সব কিছু দখলে নিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। রাকিব এসব অপকর্মে বাধা দিতো বলেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

নিহত রাকিবের চাচাতো ভাই মোমেন বলেন, ‘বালু উত্তোলনের উদ্বোধনের কথা বলে আমার ভাই রাকিবকে নিয়ে তারা পাতলাশী বাজারে ইফতার করে। পরে রাস্তায় আসার সময় রাকিবের সঙ্গে তর্কাতর্কি ও মারামারি করে। এরপর পল্টন মোড়ে পিটিয়ে, ইট দিয়ে তার মাথা থেঁতলিয়ে মেরে ফেলে। এমনভাবে রাকিবকে মারা হয়েছে, তাকে আর চিনার কোনো উপায় নাই।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ