নোবিপ্রবিতে ২০ মার্চ থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে হল
Published: 18th, March 2025 GMT
জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৭ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছুটি চলকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২০ মার্চ থেকে ৩ এপ্রিল এবং অফিসসমূহ ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।এছাড়াও ৪ এপ্রিল ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ৬ এপ্রিল থেকে শুরু হবে।
আরো পড়ুন:
নোবিপ্রবিতে ২ ছাত্রদল নেতার জন্য মাস্টার্স চালু
নোবিপ্রবিতে কোডিং পদ্ধতিতে পরীক্ষার ফলাফল প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের আদেশক্রমে জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নোবিপ্রবির ক্লাসসমূহ আগামী ২০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম আগামী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জামাদির সংযোগ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ছুটি চলাকালে জরুরি কার্য সম্পাদনের জন্য স্ব-স্ব বিভাগ ও দপ্তর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে হল প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমযান ও ঈদ-উল-ফিতরের ছুটি উপলক্ষে আগামী ২২ মার্চ (শনিবার) থেকে ৪ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল সকাল ৯টা থেকে আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।
শিক্ষার্থীদের হল ত্যাগ করার পূর্বে কক্ষের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ করে এবং দরজা জানালা বন্ধ করে হল ত্যাগের জন্য নির্দেশনা দিয়েছে হল প্রশাসন।
অন্যদিকে, ঈদের ছুটি শেষে আগামী ৬-৮ এপ্রিলের অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে চলমান সকল বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঈদ-উল-ফিতর এর ছুটি শেষে আগামী ৬-৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে চলমান সব বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে। আগামী ৯ এপ্রিল থেকে যথারীতি পরীক্ষা চলবে। স্থগিতকৃত পরীক্ষা সমূহের পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব র জন য পর ক ষ
এছাড়াও পড়ুন:
ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব
আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ এখন শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে সিনিয়র সচিব বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম চলছে। শপিংমলগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আরো পড়ুন:
ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র সচিব
কিশোর গ্যাংয়ের ছেলেরা দৌড়াচ্ছে, ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না
নাসিমুল গনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে কোনো শ্রম অসন্তোষের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
তাছাড়া শ্রমিকদেরকে যাতে ঈদের আগে নির্ধারিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করা হয়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
২৬ মার্চ সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না, এ বিষয়ে সচিব বলেন, নিরাপত্তা ঝুঁকি তো দেখছি না আমি।
সিনিয়র সচিব বলেন, “স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হচ্ছে না, উপদেষ্টা বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় আছি। আমরা আনন্দ করার মেজাজে নেই।”
ঈদের ছুটিতে চুরি-ডাকাতি রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে-এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, “আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে। কাজ চলছে, ইনশাআল্লাহ আমরা কোনো থ্রেট (হুমকি) দেখছি না। ঝুঁকি রয়েছে, তবে আমরা কোনো হুমকি দেখছি না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলমসহ আইনশৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ