Prothomalo:
2025-03-18@21:13:42 GMT

গায়ক যখন নির্মাতা

Published: 18th, March 2025 GMT

‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’ ইত্যাদি গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।

সানির বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র আলোচিত হয়েছে। এবার চলচ্চিত্রে অভিষেক ঘটছে তাঁর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্মাণ করেছেন সানি।

সিনেমাটি নিয়ে সানি প্রথম আলোকে জানান, এটি মূলত বাবা ও মেয়ের গল্প। এ বছরের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেছেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি।

আরও পড়ুনসানির গানের শহর, শহরের গান০৪ সেপ্টেম্বর ২০২৩এ বছরের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেছেন সানি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

রমজানে মহানবীর (সা.) কোরআন অনুশীলন

মহানবী (সা.) বিশেষভাবে রমজানকে তিলাওয়াতের জন্য বেছে নিচ্ছিলেন। কেন তিনি রমজানে এত বেশি তিলাওয়াত করতেন, এর উত্তরে ইবনে বাত্তাল (রহ.) বলেন, রাসুলের (সা.) কোরআন শিক্ষা ও অনুশীলনের একমাত্র কারণ ছিল পরকালের আকাঙ্ক্ষা ও ব্যাকুল ভাবনার জাগরণ এবং পার্থিব বিষয়ে অনীহার সৃষ্টি করা। (ইবনে বাত্তাল, শরহে বুখারি, ১/১৩)

 রমজানে কোরআন শিক্ষায় রাসুলের (সা.) সহপাঠী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল (আ.) নিয়োজিত হতেন; যিনি রমজানে প্রতি রাতে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন এবং ফজর অবধি তাঁর সঙ্গে অবস্থান করতেন। নবীজি তাকে কোরআন শোনাতেন। (বুখারি, হাদিস: ১,৯০২)

আরও পড়ুন  যেমন ছিল মহানবীর (সা.) সাহরি১১ মার্চ ২০২৫

অন্য একটি বর্ণনায় আছে, নবীজি (সা.) তাঁর কন্যা ফাতেমাকে গোপনে জানালেন যে, জিবরাইল প্রতি বছর আমাকে একবার কোরআন শোনাতেন এবং শুনতেন, এ বছর তিনি দুবার আমাকে শুনিয়েছেন ও শুনেছেন। একে আমি আমার সময় সমাগত হওয়ার ইঙ্গিত বলে মনে করি। (বুখারি, হাদিস: ৩,৬২৪)

ইবনে হাজার (রহ.) বলেন, জিবরাইল প্রতি বছর নবীজির সঙ্গে সাক্ষাৎ করে এক রমজান থেকে অন্য রমজান অবধি যা নাজিল হয়েছে, তা শোনাতেন এবং শুনতেন। যে-বছর রাসুল (সা.) পৃথিবী ছেড়ে যান, সে বছর তিনি দুইবার শোনান ও শোনেন। (ফাতহুল বারি, ১/৪২)

আরও পড়ুনইসলামে যেভাবে রোজা এল১৪ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ