ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের পাশে প্রকাশ্য দিবালোকে শাহ্ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় মঞ্জুর মিয়া (২১) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। 

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারোটার দিকে ধামরাই ফায়ার স্টেশনের সামনে কেলিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আটক মঞ্জুর মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পাবুরিয়া চালা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গাড়িটি পার্কিং করা ছিল। ছিনতাইকারী এসে ড্রাইভারকে মারধর করে রক্তাক্ত জখম করে। সেসময় গাড়ি নিয়ে পালানোর সময় এলাকাবাসীর কাছে হাতে ধরা পড়ে ওই ছিনতাইকারী। জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে আটক করে।

ট্রাকটির চালক ইয়াসিন আরাফাত হৃদয় বলেন, “গাড়ির স্টার্ট বন্ধ করে লেবারের জন্য অপেক্ষা করছিলাম। বসে বসে ফেসবুকে রিলস দেখছিলাম। হঠাৎ গাড়ি স্টার্টের শব্দ শুনে আমি ছিনতাইকারীকে আটকাতে যাই। তবে গাড়িতে থাকা লিভার রডটি দিয়ে সে আমার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে এবং ছিনতাইকারীকেও ধরে ফেলে উত্তমমাধ্যম দেয়। সাথেসাথে পুলিশও চলে আসে।”

ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, “আমাদের টহল টিম পাশেই ছিল। কিছুটা জটলা দেখেই আমরা ছিনতাইকারীকে আটক করি ও গাড়ির ড্রাইভারকে চিকিৎসার জন্য ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঢাকা/সাব্বির/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কে হচ্ছেন অস্কারের পরবর্তী সঞ্চালক

প্রতিবছর নভেম্বরের পর আলোচনায় আসে কে হতে যাচ্ছেন অস্কারের কান্ডারি। কার হাতে থাকবে সঞ্চালকের দায়িত্ব। এবার সেই উপস্থাপকের নাম আগেভাগেই প্রকাশ করেছেন অস্কার আয়োজকেরা। ৯৮তম অস্কারের উপস্থাপক হিসেবে আবারও ফিরছেন কোনান ও’ব্রায়েন। অস্কারের নির্বাহী প্রধান বিল ক্রেমার সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। ৯৮তম অস্কার আয়োজন বসছে আগামী বছর ১৫ মার্চ।

কোনান ও’ব্রায়েন। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ