মায়ের চিকিৎসা ব্যয়ের টাকা জোগাড় করতে না পেরে মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের র‌্যাইল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আনোয়ারের মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের রোগে ভুগছেন। তিনি ওই গ্রামের মৃত কিয়াজ উদ্দিনের ছেলে। 

প্রতিবেশীরা জানান, আনোয়ার হোসেনের মাতা সেতেরা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্ট রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার মায়ের চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় মানসিক যন্ত্রণা ও হতাশায় ভুগছিলেন তিনি। সেই হতাশা থেকে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

সাটুরিয়া থানার ওসি মো.

শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি তার মায়ের চিকিৎসার টাকা যোগাড় ও সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। তার আয়ের টাকা দিয়ে মায়ের ওষুধ ও সংসার চালাতে পারছিলেন না। তাই হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ন কগঞ জ

এছাড়াও পড়ুন:

কে হচ্ছেন অস্কারের পরবর্তী সঞ্চালক

প্রতিবছর নভেম্বরের পর আলোচনায় আসে কে হতে যাচ্ছেন অস্কারের কান্ডারি। কার হাতে থাকবে সঞ্চালকের দায়িত্ব। এবার সেই উপস্থাপকের নাম আগেভাগেই প্রকাশ করেছেন অস্কার আয়োজকেরা। ৯৮তম অস্কারের উপস্থাপক হিসেবে আবারও ফিরছেন কোনান ও’ব্রায়েন। অস্কারের নির্বাহী প্রধান বিল ক্রেমার সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। ৯৮তম অস্কার আয়োজন বসছে আগামী বছর ১৫ মার্চ।

কোনান ও’ব্রায়েন। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ