অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অ্যাপের মাধ্যমে সহজেই দূর থেকে সেই ফোনের অবস্থানের তথ্য জানা যায়। অ্যান্ড্রয়েডচালিত সব যন্ত্রে থাকা এ সুবিধা মূলত নির্দিষ্ট গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ফোনের অবস্থান জানাতে পারে। এত দিন এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ফোন খুঁজে পাওয়া গেলেও এবার বন্ধু ও পরিবারের সদস্যদের অবস্থানের তথ্যও জানার সুযোগ চালু করেছে গুগল।

হারিয়ে যাওয়া ফোনের পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদের অবস্থানের তথ্য জানার সুযোগ দিতে ফাইন্ড মাই ডিভাইস সুবিধায় ‘পিপল’ নামের ট্যাব যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে ক্লিক করে যেকোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাঁদের অবস্থানের তথ্য পরিচিত ব্যক্তিদের কাছে শেয়ার করতে পারবেন। এর ফলে পরে পিপল ট্যাবটিতে ক্লিক করলেই তাঁদের অবস্থানের তথ্য পরিচিত ব্যক্তিরা জানতে পারবেন।

আরও পড়ুনস্মার্টফোন হারিয়ে গেলে দূর থেকে অবস্থান জানবেন যেভাবে০১ জুন ২০২৪

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের তথ্যমতে, মার্চ মাসের অ্যান্ড্রয়েড আপডেটে নতুন এই সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে ধীরে ধীরে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। সুবিধাটি চালুর জন্য অ্যান্ড্রয়েডের ইন্টারফেসেও পরিবর্তন আনা হয়েছে। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের সঙ্গে মিল রেখে তৈরি ইন্টারফেসটির ওপরের অংশে মানচিত্র এবং নিচের অংশে ডিভাইস বা ব্যক্তির তালিকা দেখা যাবে।

ফাইন্ড মাই ডিভাইসের নতুন এই সুবিধা কাজে লাগিয়ে গুগল ম্যাপসের মাধ্যমে অবস্থান শেয়ার করা পরিচিত আইফোন ব্যবহারকারীদের অবস্থানের তথ্যও জানা যাবে। শুধু তা–ই নয়, ‘হু ইউ আর শেয়ারিং উইথ’ ট্যাবে ক্লিক করে অবস্থান শেয়ারের তথ্য কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা সহজেই পরিবর্তন করা যাবে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর চ ত

এছাড়াও পড়ুন:

পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গিকার ইইউ রাষ্ট্রদূতের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপদ্রীপ চাকমার সাথে সৌজন্য সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট, পার্বত্য অঞ্চলের পানি সংকট নিরসন, পরিবেশ সুরক্ষা, টপ সয়েল সেভ, ইকোট্যুরিজম, রিনিউবল এনার্জি খাতে  ইইউ’র বিশেষ সহযোগিতামূলক বিনিয়োগের বিষয়ে আশ্বাস ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমার সাথে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় তুলে ধরা হয়।

বাংলাদেশের উন্নয়নে ইউরোপিয়ান ইউনিয়নের অংশগ্রহণের প্রশংসা করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামে কোয়ালিটি এডুকেশন, দুর্গম এলাকার পানির সমস্যা নিরসন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, পরিবেশ সহায়ক ইট তৈরি এবং পরিবেশ ও প্রতিবেশ বজায় রেখে সোলার এনার্জি সংশ্লিষ্ট খাতে সহযোগিতার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।”

ইইউ রাষ্ট্রদূত সোলার এনার্জি ও রিনিউয়েবল এনার্জি খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ইইউ প্রতিনিধি পার্বত্য অঞ্চলের পাহাড়ি ফলমূল এবং সবজির অধিকতর মার্কেটিং ব্যাপারে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের এরূপ ইচ্ছার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, ডেলিগেশন অব দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এর ফার্স্ট কাউন্সিলর, টিম লিডার-গ্রীন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মি. এডউইন কুক্ কুক্, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/এসবি

সম্পর্কিত নিবন্ধ