রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৬৯
Published: 18th, March 2025 GMT
রাজধানীতে ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত অভিযানে ৪ হাজার ১৬৬ জনকে গ্রেপ্তার করা হলো। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাত, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, মাদক কারবারিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি আছেন। এ ছাড়া আছেন পরোয়ানাভুক্ত আসামি।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পিকআপ, পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, আটটি চাকু, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি লোহার রেঞ্জ, একটি লোহার রড, দুটি ককটেল সদৃশ বস্তু, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার ১৩২টি ইয়াবা, ১৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা। এসব ঘটনায় ৬৩টি মামলা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০ থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি তল্লাশিচৌকি পরিচালনা করে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে ইউএন ‘র সাথে সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার নেতৃবৃন্দের সাক্ষাৎ
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর নেতৃবৃন্দ ও সদস্যগণ । মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা ইউএনওর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এদিন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ।
দুপুর সাড়ে ১২টায় আড়াইহাজার থানায় অফিসার ইনচার্জ এর সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর সভাপতি মাহাবুব মোল্লা,সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন ভূঁইয়া,সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,সহ-সভাপতি রেজাউল হক কাউসার,সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান নাসির,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম হাসান,প্রচার ও প্রকাশনা সম্পাদক আপেল মাহমুদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মীর,দপ্তর সম্পাদক সূচক চৌধুরী,কার্যকরী সদস্য মাসুম মিয়া ও সোহেল উপস্থিত ছিলেন।
উপজেেলা নির্বাহী কর্মকর্তা তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক ইউনিয়ন কে অভিনন্দন জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন।
সাংবাদিকরা ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা কামনা করেন সাংবাদিক বৃন্দ।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন বলেন, এই দেশ ও সমাজটা আমাদের সবার,সাংবাদিকরা, তাদের লেখনীর মাধ্যমে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য সংবাদকর্মীদের আহ্বান জানান।