যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

ভারত সফরে এসে তুলসী গ্যাবার্ড এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল জায়গা। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এই জবাব দেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

এ সময় অর্থ উপদেষ্টা আরও বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়ে অন্যান্য দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের অবস্থান সার্বিকভাবে সন্তোষজনক। তার মধ্যেও অনেক ভুলত্রুটি আছে। আমাদের বলা হয়েছে, ‘তোমরা যদি উত্তরণ ঘটাও, অন্যান্য দেশ সাহস পাবে। এতে দেশ হিসেবে আমাদের গৌরব একটু বাড়বে। সে জন্য কিছু প্রস্তুতি লাগবে, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।’

শেষমেশ যদি মনে হয়, কিছু কিছু বিষয় একেবারেই সমাধান করা যাবে না, তখন ভেবে দেখা যাবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

এদিকে গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন, বাংলাদেশ খাদের কিনারায় দাঁড়িয়ে। তিনি কেন এ কথা বললেন, আপনাদের কী মনে হয়, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ খাদের কিনারায় ছিল। সেই কিনারা থেকে আমরা ফিরে এসেছি।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ওনারা কত কিছু লেখেন।’ এ কথা বলে তাঁর প্রশ্ন, ‘বাইরের সবাই কি সবকিছু জেনেশুনে লেখেন? তাঁরা মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই লেখেন। অর্থনীতির বিষয়ে আমি জানি, ভেতরে কী হচ্ছে, এত হতাশ হওয়ার কারণ নেই।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে ইউএন ‘র সাথে  সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার নেতৃবৃন্দের সাক্ষাৎ

আড়াইহাজার  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে  শুভেচ্ছা বিনিময় করেছেন  সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর নেতৃবৃন্দ ও সদস্যগণ । মঙ্গলবার দুপুর ১২টায়  উপজেলা ইউএনওর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। 

এদিন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ  আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ।

দুপুর সাড়ে ১২টায় আড়াইহাজার থানায় অফিসার ইনচার্জ এর সাথে  সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন-   সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর  সভাপতি মাহাবুব মোল্লা,সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন ভূঁইয়া,সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,সহ-সভাপতি রেজাউল হক কাউসার,সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান নাসির,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম হাসান,প্রচার ও প্রকাশনা সম্পাদক আপেল মাহমুদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মীর,দপ্তর সম্পাদক সূচক চৌধুরী,কার্যকরী সদস্য মাসুম মিয়া ও সোহেল উপস্থিত ছিলেন।

উপজেেলা নির্বাহী কর্মকর্তা  তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক ইউনিয়ন কে অভিনন্দন জানিয়ে সংগঠনের  সফলতা কামনা করেন।

সাংবাদিকরা ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা কামনা করেন সাংবাদিক বৃন্দ। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন  বলেন, এই দেশ ও সমাজটা আমাদের সবার,সাংবাদিকরা, তাদের লেখনীর মাধ্যমে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য সংবাদকর্মীদের আহ্বান জানান।

সম্পর্কিত নিবন্ধ