মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। সেই ঘটনাকে সামনে রেখে কথা-সুরে কিছু প্রশ্ন তুলেছেন তরুণ সংগীতশিল্পী পিজিত মহাজন।

গতকাল পিজিতের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘জাস্টিস ফর আছিয়া’ শিরোনামের গানটি। কথা-সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন পিজিত মহাজন।

গানটি প্রকাশের পর দারুণ সমর্থন পাচ্ছেন শ্রোতা-সমালোচক-শিল্পীদের কাছ থেকে। অনেকেই গানটির প্রশংসা করে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। শিল্পীর এমন প্রতিবাদী গানের জন্য ধন্যবাদ দিচ্ছেন শ্রোতারা।

আরো পড়ুন:

অলকার গানের ভক্ত লাদেন, শিল্পী কী বললেন?

সাগর দেওয়ানের ‘প্রেম সাগর’

দ্রুততম সময়ের মধ্যে গানটি তৈরি ও প্রকাশ প্রসঙ্গে পিজিত বলেন, “গানে গানে নিজের ভেতরের প্রতিবাদটুকু জানালাম। আমার দেশ শান্ত হোক, শিশুরা থাকুক নিরাপদ, এই প্রার্থনা সবসময়।”

এবারই প্রথম নয়। আগেও পিজিত সময় ও সমাজের নানা বিষয়ে গান বেঁধে কণ্ঠে তুলেছেন। এরমধ্যে করোনা মহামারি, বন্যা আর তিস্তার ভাঙন নিয়ে তৈরি গানগুলো প্রশংসা পেয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গান গেয়েছেন পিজিত। ‘মধ্যবিত্ত’ শিরোনামের সেই গানটি মুক্তি পাবে মহাজনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, দুর্ভোগ

গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় আজ মঙ্গলবার বিকেলে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, তারগাছ এলাকার সিগনেচার অ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকেরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে বেলা তিনটা থেকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিলে প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়, ২২ মার্চ কারখানা কর্তৃপক্ষ তাঁদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করবে।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে এক ঘণ্টার মতো মহাসড়ক বন্ধ ছিল।

সম্পর্কিত নিবন্ধ