গাজা শহরের আল-আহলি হাসপাতাল ব্যাপক হতাহতের সংখ্যায় উপচে পড়ছে। ইসরায়েলি হামলায় হতাহতের শিকার পুরো পরিবার আসছে চিকিৎসা নিতে, যাদের মধ্যে ২৬ জনের একটি পরিবারও রয়েছে। এই পরিবারের সদস্যদের মধ্যে মহিলা, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা রয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (১৮ মার্চ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৪২ জনে দাঁড়িয়েছে। 

সোমবার রাতের হামলা আবারো প্রমাণ করে যে গাজা উপত্যকা জুড়ে কোনো নিরাপদ স্থান নেই। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর মানুষ বোমা বিস্ফোরিত বাড়িঘর এবং উচ্ছেদ কেন্দ্রগুলিতে ফিরে গিয়েছিল। তারা ভেবেছিল যুদ্ধবিরতির কারণে এটি নিরাপদ হবে, কিন্তু ঘটনাটি তেমন ছিল না। এই জায়গাগুলোর ভেতরেই তাদের হত্যা করা হয়েছে। গাজা আবারো একটি হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে।

এখনো পর্যন্ত, এটা স্পষ্ট নয় যে মানুষ বেঁচে থাকার চেষ্টা করা ছাড়া আর কী করবে। অনেকেই আল-আহলি হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে আশ্রয় নিয়েছেন।

আল-জাজিরার স্থানীয় সংবাদদাতা বলেছেন, “আমরা এখানে একজন মাকে দেখেছি, যিনি তার দুই মেয়ের মৃতদেহের উপর কাঁদছেন।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, দুর্ভোগ

গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় আজ মঙ্গলবার বিকেলে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, তারগাছ এলাকার সিগনেচার অ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকেরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে বেলা তিনটা থেকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিলে প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়, ২২ মার্চ কারখানা কর্তৃপক্ষ তাঁদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করবে।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে এক ঘণ্টার মতো মহাসড়ক বন্ধ ছিল।

সম্পর্কিত নিবন্ধ