ধোনি-কোহলির সামনে বিরল রেকর্ডের হাতছানি
Published: 18th, March 2025 GMT
ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা আরেকটি আইপিএল মৌসুম। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএল-২০২৫ আসরের। পরদিন রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে এবারের আসরে শুধু দলের পারফরম্যান্স নয়, নজর থাকবে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ঐতিহাসিক মাইলফলকের দিকেও।
ধোনির সামনে বিরল রেকর্ডের হাতছানি:
ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৫ আইপিএলে যদি তিনি ৯টি ম্যাচ খেলতে পারেন, তাহলে হয়ে যাবেন প্রথম ক্রিকেটার, যিনি ৪০০টি টি-টোয়েন্টি, ৩৫০টি ওয়ানডে ও ৫০টি টেস্ট খেলেছেন।
বর্তমানে ধোনির ঝুলিতে রয়েছে ৩৯১টি টি-টোয়েন্টি ম্যাচ, সঙ্গে ৩৫০টি ওয়ানডে ও ৯০টি টেস্ট। টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচ খেলার নজির থাকলেও, কেউই এতগুলো ওয়ানডে ও টেস্ট খেলার পর সেই মাইলফলক ছুঁতে পারেননি।
আরো পড়ুন:
পাকিস্তানের তিন ভেন্যুতে বাংলাদেশের ছয় ম্যাচ
১০৭ রান দিয়ে বাংলাদেশের মাটিতে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড তাসকিনের
এই রেকর্ড গড়তে হলে আগামী ২৫ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে মাঠে নামতে হবে ধোনিকে, যা হবে চেন্নাই সুপার কিংসের এবারের নবম ম্যাচ। আর সেই মুহূর্তেই নতুন ইতিহাসের জন্ম দেবে ধোনির ক্যারিয়ার।
সেঞ্চুরি করলেই কোহলির অনন্য কীর্তি:
বিরাট কোহলি মানেই রেকর্ডের নতুন সংজ্ঞা। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই ৩৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ফলে ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামলেই তিন ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলা তৃতীয় ভারতীয় ক্রিকেটার হয়ে যাবেন।
তবে শুধু এই মাইলফলকই নয়, কোহলির সামনে রয়েছে অন্য এক ব্যাটিং রেকর্ড গড়ার সুযোগ। বর্তমানে তার টি-টোয়েন্টি শতকের সংখ্যা ৯টি— যার মধ্যে ৮টি এসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও ১টি আন্তর্জাতিক ম্যাচে। আর মাত্র একটি শতক করলেই তিনি হবেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যার নামের পাশে ১০টি টি-টোয়েন্টি সেঞ্চুরি থাকবে।
২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম শতক হাঁকান কোহলি, যদি এই মৌসুমেও আরেকটি শতক করতে পারেন, তাহলে তিনি ক্রিকেট ইতিহাসে নিজের নাম আরেকটি সোনালি অধ্যায়ে লিখিয়ে ফেলবেন।
আইপিএল মানেই নতুন রেকর্ডের জন্ম। তবে এবারের আসরটি বিশেষ হতে চলেছে ধোনি ও কোহলির জন্য। অভিজ্ঞ ধোনি ও ফিটনেস আইকন কোহলির এই দুটি বিরল কীর্তি দেখার জন্য মুখিয়ে রয়েছে সমগ্র ক্রিকেটবিশ্ব। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে নতুন ইতিহাস গড়বেন এই দুই তারকা?
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র কর ড র ক হল র
এছাড়াও পড়ুন:
জীবন বীমা করপোরেশনে নবম গ্রেডে চাকরি, ৫৯ পদের জন্য আবেদন করুন দ্রুত
জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। এই প্রতিষ্ঠানে নবম গ্রেডে ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী ম্যানেজার
পদসংখ্যা: ৫৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। (চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, তিন বছর মেয়াদি অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে)।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা করপোরেশনের নিজস্ব ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। ২০২২ সালের ২৭ এপ্রিল তারিখের ৫৩.১৯.৯০০১.০০২.১১.০৫৭.২২-৫৪৫ নম্বর স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ মার্চ ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।
আরও পড়ুনচিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস কি ৪৮তম১৬ মার্চ ২০২৫