জয়া ছাড়া এই নকশার পোশাক দেশের কোন দুই তারকার পরনে দেখা গেছে
Published: 18th, March 2025 GMT
২ / ৬‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’–এ ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কারের খেতাব জয়ের পর জয়া আহসান একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। জয়ার সেই পোস্ট শেয়ার করেন ডিজাইনার তাঁর পেজে। সেখানে জয়ার উদ্দেশে লেখা হয়েছে, ‘জাদুতে আপনি অতুলনীয়। যতই বাধা আসুক, নীতিতে আপনি অবিচল থাকেন এবং আপনার ভবিষ্যৎ অসীম। আপন শক্তিতে এগিয়ে চলুন এবং বিশ্বকে আপনার অবস্থান জানিয়ে দিন।’ ডিজাইনারের এমন পোস্টে মন্তব্য করে জয়া লিখেছেন, ‘প্রত্যেকে তোমার এই গাউন ভীষণ পছন্দ করেছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র্যাব ডিজি
নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
রোববার রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
এদিন সকালে র্যাব প্রধান রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
র্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান করে মানুষ। সব জায়গায় র্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে।
এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনও গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।