সিলেটে দুষ্কৃতকারীদের হাতে যুবক খুন
Published: 18th, March 2025 GMT
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাহেল শাহরিয়ার নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজারের পাশে তাকে হত্যা করা হয়। সাহেল উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলং এর দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতকারীরা তার পথ আটকে নগদ অর্থ ও মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় সাহেলকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন:
কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
যশোরে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকা/নুর/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য উপজ ল
এছাড়াও পড়ুন:
ট্রাম্প-পুতিন ফোনালাপ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেবেন দুই নেতা
যুক্তরাষ্ট্র এ রাশিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এবং ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার রাতে তাঁদের এ আলোচনায় স্থান পেতে পারে আরও নানা বিষয়। ফোনালাপের আগে তাঁদের আলোচনার সম্ভাব্য নানা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে—ইউক্রেনের ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি। ইউক্রেন যুদ্ধ বন্ধে এ বিষয়টি বিবেচনা করতে পারে ট্রাম্পের প্রশাসন।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপটি দখল করে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে সম্ভাব্য ৩০ দিনের যুদ্ধবিরতির চুক্তির আগে রাশিয়াকে এ প্রস্তাব দেওয়া হতে পারে। মার্কিন গণমাধ্যম সিমাফোরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প ও পুতিনের ফোনালাপ মঙ্গলবার হওয়ার কথা। তাঁদের ফোনালাপের আগে দুটি সূত্রের বরাতে সিমাফোর জানায়, ক্রিমিয়াকে সম্ভাব্য স্বীকৃতি দেওয়া নিয়ে মার্কিন কর্মকর্তারা জাতিসংঘকেও আহ্বান জানাতে পারেন। সিমাফোর অবশ্য বলেছে, হোয়াইট হাউস এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্পের পক্ষ থেকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। এ প্রস্তাবের মাধ্যমে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ স্থায়ী বন্ধের প্রক্রিয়া শুরু হতে পারে।
ক্রিমিয়া আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ বলে স্বীকৃত। কিয়েভ এ দ্বীপটি ফেরত চেয়ে আসছে। তবে শক্তি প্রয়োগ করে ক্রিমিয়া ফেরত পাওয়া এখন অনেকটাই অসম্ভব।
ক্রিমিয়া প্রসঙ্গে ক্রেমলিন বলে আসছে, এটা তাদের অংশ। এটা ইউক্রেনের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।
ক্রিমিয়া ছাড়াও যুদ্ধবিরতির শর্তে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অঞ্চল ও রাশিয়ার ভেতরে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল নিয়েও ভাগাভাগির বিষয়টি থাকতে পারে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে রাশিয়া দাবি করে আসছে, তারা যেসব অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে তার আশা কিয়েভকে ছাড়তে হবে। এ ছাড়া ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অংশ হতে পারবে না। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতিতে ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন মস্কো মানবে না।
এ মাসেই সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কিয়েভের বৈঠকের পর ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব সামনে আসে। কিয়েভ এতে তাদের সম্মতি দিয়েছে। তবে পুতিন বলেছেন, যুদ্ধবিরিতর প্রস্তাবটিতে তিনি রাজি থাকলেও এতে গুরুতর অনেক প্রশ্ন রয়েছে।
ট্রাম্পের সঙ্গে পুতিন ফোনে এ নিয়ে কথা বলতে চান। অন্যদিকে ট্রাম্পের পক্ষ থেকে পুতিনের আহ্বানে সাড়া দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের ফোনালাপ।
ক্রেমলিনের পক্ষ থেকে অবশ্য ফোনালাপে দ্বপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টির কথা বলা হয়। একই সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনার কথা বলা হয়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেন সংঘাত নিরসন এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করবেন দুই নেতা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এর আগে গত ১২ ফেব্রুয়ারি দুই নেতার মধ্যে ফোনালাপে নির্দিষ্ট কিছু বোঝাপড়া আগেই হয়েছে। কিন্তু আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও স্বাভাবিকীকরণ এবং ইউক্রেন বিষয়ে একটি মীমাংসা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। দুই প্রেসিডেন্ট এসব নিয়ে আলোচনা করবেন।’