হেমা মালিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে থানায় জগন্নাথ সেনা দল
Published: 18th, March 2025 GMT
পুরীর জগন্নাথ মন্দিরে পূজা দিতে গিয়ে বিপাকে অভিনেত্রী এবং বিজেপি সাংসদ হেমা মালিনী। গত সপ্তাহে দোলের সময় পুরীর মন্দিরে যান তিনি। ‘ড্রিম গার্ল’-এর সঙ্গে ছিলেন পুরীর বিজেপি সাংসদ এবং জাতীয় মুখপাত্র সম্বিত বেরা। কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে হেমা মালিনীর নামে পুরীর সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করেছে জগন্নাথ সেনা দল।
এই ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হেমা মালিনীর পুরীর মন্দিরে পূজা দেওয়া একেবারেই নিয়ম বহির্ভূত। অভিনেত্রী মুসলিম অভিনেতাকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছেন। হেমা মালিনী পুরীর মন্দিরে আসায় সনাতন সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
সংগঠনের পক্ষ থেকে হেমা মালিনীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা আছে, ১৯৭৯ সালের ২১ আগস্ট মুম্বাইয়ের ফয়জাবাদের এক মসজিদে গিয়ে ধর্মান্তরিত হয়েছেন হেমা মালিনী। ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তখন ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে তখনও বিবাহবিচ্ছেদ হয়নি ধর্মেন্দ্রের। বিবাহ বিচ্ছেদের আগেই হেমা মালিনীকে বিয়ে করেন তিনি।
হিন্দু বিবাহ আইন অনুযায়ী স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিবাহ করা যায় না। সেই কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র। তখন হেমামালিনীকেও ধর্মান্তরিত হতে হয়। জগন্নাথ সেনা দলের হেমা মালিনীকে জগন্নাথ মন্দিরে পূজা দেওয়ায় আপত্তি জানানোর কারণ এটাই। যদিও এই বিষয়ে হেমামালিনী কোনও মন্তব্য করেননি। সূত্র: এই সময় ও আনন্দবাজার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দিনে দুপুরে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারীকে গণপিটুনি
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের পাশে প্রকাশ্য দিবালোকে শাহ্ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় মঞ্জুর মিয়া (২১) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারোটার দিকে ধামরাই ফায়ার স্টেশনের সামনে কেলিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
আটক মঞ্জুর মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পাবুরিয়া চালা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গাড়িটি পার্কিং করা ছিল। ছিনতাইকারী এসে ড্রাইভারকে মারধর করে রক্তাক্ত জখম করে। সেসময় গাড়ি নিয়ে পালানোর সময় এলাকাবাসীর কাছে হাতে ধরা পড়ে ওই ছিনতাইকারী। জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে আটক করে।
ট্রাকটির চালক ইয়াসিন আরাফাত হৃদয় বলেন, “গাড়ির স্টার্ট বন্ধ করে লেবারের জন্য অপেক্ষা করছিলাম। বসে বসে ফেসবুকে রিলস দেখছিলাম। হঠাৎ গাড়ি স্টার্টের শব্দ শুনে আমি ছিনতাইকারীকে আটকাতে যাই। তবে গাড়িতে থাকা লিভার রডটি দিয়ে সে আমার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে এবং ছিনতাইকারীকেও ধরে ফেলে উত্তমমাধ্যম দেয়। সাথেসাথে পুলিশও চলে আসে।”
ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, “আমাদের টহল টিম পাশেই ছিল। কিছুটা জটলা দেখেই আমরা ছিনতাইকারীকে আটক করি ও গাড়ির ড্রাইভারকে চিকিৎসার জন্য ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঢাকা/সাব্বির/এস