নির্বাচন কমিশনের কর্মকর্তা–কর্মচারীদের পূর্বঘোষিত কর্মসূচি ‘অপারেশনাল হল্ট’ (কর্মবিরতি) স্থগিত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের কাছে রাখার দাবিতে আগামীকাল বুধবার এই কর্মসূচি পালন করার কথা ছিল। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছি, এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। এ জন্য সাধারণের সার্বিক সেবার কথা বিবেচনা করে ও আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি আমরা।’

দাবি পূরণের প্রক্রিয়া বিলম্বিত হলে আগামী দিনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্টের সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। ৫ মার্চ তাঁরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন এবং কিছু সময় তাঁর কার্যালয়ের সামনে অবস্থান করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম ও এর নিয়ন্ত্রণাধীন বিটিআরআই ও পিডিইউয়ের সরাসরি নিয়োগযোগ্য ১১-২০তম গ্রেডের চারটি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, স্টোরকিপার, গাড়িচালক ও প্লাম্বার।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪৪ জন।

আরও পড়ুনপ্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ২৫৫ পদে নিয়োগ, আবেদন শেষ কাল৪ ঘণ্টা আগে

গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। এ পদে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২০ এপ্রিল সকাল ৯টায় বিআরটিএ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে মূল প্রবেশপত্র, এনআইডি কার্ডের মূলকপি এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে।

প্লাম্বার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজনের ব্যবহারিক পরীক্ষা ২০ এপ্রিল বেলা ২টা থেকে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে মূল প্রবেশপত্র এবং এনআইডি কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে।

আরও পড়ুনস্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে৪ ঘণ্টা আগে

স্টোরকিপার পদে উত্তীর্ণ দুজনের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে সব সনদের মূল কপি এবং সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।

লিখিত পরীক্ষার ফল এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুনইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ-মঙ্গল শোভাযাত্রা-রেডিও বেগম জেনে নিন বিস্তারিত১৭ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ