নির্বাচন কমিশনের কর্মকর্তা–কর্মচারীদের পূর্বঘোষিত কর্মসূচি ‘অপারেশনাল হল্ট’ (কর্মবিরতি) স্থগিত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের কাছে রাখার দাবিতে আগামীকাল বুধবার এই কর্মসূচি পালন করার কথা ছিল। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছি, এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। এ জন্য সাধারণের সার্বিক সেবার কথা বিবেচনা করে ও আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি আমরা।’

দাবি পূরণের প্রক্রিয়া বিলম্বিত হলে আগামী দিনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্টের সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। ৫ মার্চ তাঁরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন এবং কিছু সময় তাঁর কার্যালয়ের সামনে অবস্থান করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রবাসীদের এনআইডি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের নির্দেশ

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এনআইডি শাখার পরিচালককে (প্রবাসী) নির্দেশনাটি দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধন আবেদন নিষ্পত্তি ও সহজীকরণের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন যথাসময়ে উপস্থাপন করতে হবে। একইসঙ্গে প্রবাসী ভোটারদের আবেদন নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিশন অফিসসমূহের সাথে সমন্বয় করতে হবে।

বর্তমানে ৯টি দেশে এনআইডি কার্যক্রম পরিচালনা করছে ইসি। এতে ১০ হাজারের মতো নাগরিকের এনআইডি সরবরাহ করেছে। ভবিষ্যতে ৪০টি দেশে এই কার্যক্রম পরিচালনা করতে চায় নির্বাচন কমিশন।

ঢাকা/হাসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • এনআইডির জন্য ছবি তুলতে গিয়েছিলেন, ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
  • প্রবাসীদের এনআইডি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের নির্দেশ