হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই সেই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য অন্যরা দেখতে পারবেন। এরই মধ্যে আইওএস অপারেটিং সিস্টেমের ২৫.৭.১০.৭০ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে সুবিধাটি যুক্ত করেছে মেটা।

হোয়াটসঅ্যাপের সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইট বেটা প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করা হয়েছে। সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সহজেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিরা সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য জানতে পারবেন।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ভিডিও কলে নতুন সুবিধা আসছে১৩ মার্চ ২০২৫

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ সেটিংসে ‘সোশ্যাল মিডিয়া প্রোফাইল’ অপশন দেখা যাবে। অপশনটি নির্বাচনের পর ইনস্টাগ্রামের ইউজার নেম লিখে সেভ করলেই সেটি হোয়াটসঅ্যাপের চ্যাট ইনফোতে যুক্ত হয়ে যাবে। চাইলে কোন কোন ব্যক্তি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পাবেন, তা-ও নির্ধারণের সুযোগ মিলবে।

সূত্র: টেকলুসিভ

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে বার্তা ও ছবি নিরাপদ রাখতে ব্যবহার করতে হবে এই ৫ সুবিধা১১ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প র

এছাড়াও পড়ুন:

দিনে দুপুরে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারীকে গণপিটুনি

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের পাশে প্রকাশ্য দিবালোকে শাহ্ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় মঞ্জুর মিয়া (২১) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। 

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারোটার দিকে ধামরাই ফায়ার স্টেশনের সামনে কেলিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আটক মঞ্জুর মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পাবুরিয়া চালা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গাড়িটি পার্কিং করা ছিল। ছিনতাইকারী এসে ড্রাইভারকে মারধর করে রক্তাক্ত জখম করে। সেসময় গাড়ি নিয়ে পালানোর সময় এলাকাবাসীর কাছে হাতে ধরা পড়ে ওই ছিনতাইকারী। জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে আটক করে।

ট্রাকটির চালক ইয়াসিন আরাফাত হৃদয় বলেন, “গাড়ির স্টার্ট বন্ধ করে লেবারের জন্য অপেক্ষা করছিলাম। বসে বসে ফেসবুকে রিলস দেখছিলাম। হঠাৎ গাড়ি স্টার্টের শব্দ শুনে আমি ছিনতাইকারীকে আটকাতে যাই। তবে গাড়িতে থাকা লিভার রডটি দিয়ে সে আমার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে এবং ছিনতাইকারীকেও ধরে ফেলে উত্তমমাধ্যম দেয়। সাথেসাথে পুলিশও চলে আসে।”

ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, “আমাদের টহল টিম পাশেই ছিল। কিছুটা জটলা দেখেই আমরা ছিনতাইকারীকে আটক করি ও গাড়ির ড্রাইভারকে চিকিৎসার জন্য ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ