সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে ঘটনাটি ঘটে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া সাইদুল ইসলাম একই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

আরো পড়ুন:

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুলিশ জানায়, আজ ভোরে বাড়ির উঠনে থাকা টিউবওয়েলের কাছে যান সাইদুল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে পরে যান। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল হক বলেন, “আজ ভোরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সামনে ঘটনাটি ঘটায় তারা মরদেহের ময়নাতদন্ত চাননি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

হবিগঞ্জে নাহিদুল ইসলাম (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা
শিশুটির অপহরণকারী বলে হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বানিয়াচং সদরের মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূর। অপহৃত শিশুটি হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।

শনিবার (১৫ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার সদর থেকে তাকে উদ্ধার করা হয়। 

হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল জানায়, শনিবার দুপুরে শিশু নাহিদুল ইসলামকে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিকেলে এ ঘটনায় তার মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হয়। রাত পৌনে ৯টায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী ৩ জনকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৩ অপহরণকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/মামুন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিসির ঈদ উপহার ও ইফতার 
  • বন্দরে আরও বিএনপি নেতার গাড়ি চালকসহ ২ জনকে গনপিটুনি   
  • সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৫ জন আদালতে
  • যশোরে শিশুকন্যার গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা
  • স্বামীকে আটকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
  • যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত ১০, থানায় অভিযোগ
  • হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ
  • সিদ্ধিরগ‌ঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার হওয়া শিশুকে দেখতে গেলেন আফরোজা
  • হবিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩