সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে ঘটনাটি ঘটে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া সাইদুল ইসলাম একই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
আরো পড়ুন:
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
পুলিশ জানায়, আজ ভোরে বাড়ির উঠনে থাকা টিউবওয়েলের কাছে যান সাইদুল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে পরে যান। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহিদুল হক বলেন, “আজ ভোরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সামনে ঘটনাটি ঘটায় তারা মরদেহের ময়নাতদন্ত চাননি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এম,এ,হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন পরিচালিত দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা ।
রবিবার (১৩ এপ্রিল) সাকালে স্কুল প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়ামাটি এলাকাহয়ে পূনরায় স্কুল প্রঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুল ইসলাম মুকুল বলেন, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাড়ানো আমাদের ইমানি দায়ীত্ব।
ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।