স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো), মহাখালী, ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ১৩ ও ১৬তম গ্রেডে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২.

পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা:

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: জুনিয়র মেকানিক

পদসংখ্যা: ২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুনকোল পাওয়ার জেনারেশনে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি৪ ঘণ্টা আগে৫. পদের নাম: ওয়েল্ডার

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে। ওয়েল্ডিং কাজে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: ড্রাইভার কাম মেকানিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে। হালকা যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন মেরামত কাজে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: জুনিয়র বডি রিপেয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুনচট্টগ্রাম ইপিজেড হাসপাতালে নিয়োগ, পদ ২৫৬ ঘণ্টা আগে৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ সব পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৪ মার্চ থেকে ২৮ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুনস্থানীয় সরকার ইনস্টিটিউটে ৯ম গ্রেডে চাকরির সুযোগ১৭ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমম ন প স পদ র ন ম গ র ড ১৬ য গ যত

এছাড়াও পড়ুন:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, দ্বিতীয় অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫

২১. কাকে ‘প্রোগ্রামিং ধারণার প্রবর্তক’ হিসেবে সম্মানিত করা হয়?
ক. অ্যাডে লাভলেস খ. লর্ড বায়রন
গ. স্টিভ জবস ঘ. চার্লস ব্যাবেজ

২২. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?
ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল খ. স্টিভ জবস
গ. গুগলিয়েলমো মার্কনি ঘ. জগদীশচন্দ্র বসু

২৩. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোনো ধারণাটি?
ক. তড়িৎ চৌম্বকীয় বল খ. তড়িৎ শক্তি
গ. চৌম্বক শক্তি ঘ. চৌম্বকীয় বল

আরও পড়ুনউন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা, ভর্তি ৫ এপ্রিল পর্যন্ত২১ ঘণ্টা আগে

২৪. কোনো বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন?
ক. প্রফুল্ল চন্দ্র রায় খ. কুদরাত-ই-খুদা
গ. সত্যেন্দ্রনাথ বসু ঘ. জগদীশচন্দ্র বসু

২৫. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?
ক. অতি দীর্ঘ তরঙ্গ খ. অতিক্ষুদ্র তরঙ্গ
গ. ওয়াই-ফাই ঘ. ফাইবার অপটিকস

২৬. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?
ক.১৮৫২ সালে খ.১৮৫৩ সালে
গ.১৮৭১ সালে ঘ.১৮৯৫ সালে

২৭. ‘বেতার যন্ত্রের আবিষ্কারক’ বলা হয় কাকে?
ক. গুগলিয়েলমো মার্কনি খ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন
গ. চার্লস ব্যাবেজ ঘ. অ্যাডে লাভলেস

২৮. আইবিএম কোম্পানির প্রথম কম্পিউটারের নাম কী?
ক. মাইক্রো খ. মিনিফ্রেম গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো

২৯. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কম?
ক. আরপানেট খ. টপোলজি গ. প্রটোকল ঘ. ইন্টারনেট

৩০. ‘নেটওয়ার্ক’ কী?
ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তসংযোগ খ. ইন্টারনেটের নাম
গ. একাধিক প্রটোকল ঘ. প্রোগ্রামের সংযোগ

৩১. ‘আরপানেট’ কী?
ক. একটি নেটওয়ার্কের নাম খ. মাইক্রোপ্রসেসর
গ. প্রোগ্রামের নাম ঘ. ইন্টারনেটের নাম

৩২. বিশ্বের প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক. জেমস ক্লার্ক খ. অ্যাডে লাভলেস
গ. মার্ক জাকারবার্গ ঘ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন

৩৩. বিশ্বের প্রথম ই-মেইল সিস্টেম চালু হয় কত সালে?
ক.১৯৭১ সালে খ.১৯৭২ সালে
গ.১৯৮২ সালে ঘ.১৯৯৫ সালে

৩৪. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
ক.১৯৭১ সালে খ.১৯৭৬ সালে
গ.১৯৮১ সালে ঘ.১৯৮৫ সালে

৩৫. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস খ. স্টিভ ওজনিয়াক
গ. রোনাল্ড ওয়েইন ঘ. তাঁরা সবাই

৩৬. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?
ক. Adobe খ. Dell গ. Apple ঘ. Google

৩৭. মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে?
ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ
গ. টিম বার্নার্স-লি ঘ. বিল গেট

৩৮. ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ কত সালে মহাকাশে পাঠানো হয়?
ক.১২ মে ২০১৮ সালে খ.১৫ জুন ২০১৯ সালে
গ.১৫ জুলাই ২০২০ সালে ঘ.১২ জুলাই ২০২১ সালে

আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ডলার আয়ের পরিবারের জন্য টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ৫৯ মিনিট আগে

৩৯. ‘উইন্ডোজ’ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম ঘ. ডেটাবেইস প্রোগ্রাম

৪০. ‘COD’-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Cash Over Delivery খ. Cash On Delivery
গ. Cash Before Delivery ঘ. Cash After Delivery

সঠিক উত্তর:
২১. ক ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. গ ৪০. খ

লেখা: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ

  • বাউবিতে এলএলবি কোর্স, সব শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ
  • নার্সিংয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি ও পরীক্ষার তারিখ পরিবর্তন
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, দ্বিতীয় অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫
  • ডাক জীবন বীমা ঢাকা অঞ্চলে চাকরি, ৯ ক্যাটাগরিতে পদ ৩০
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি—অধ্যায় ১। এসএসসি পরীক্ষা–২০২৫
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা, ভর্তি ৫ এপ্রিল পর্যন্ত
  • পুলিশ নেবে কনস্টেবল, দ্রুত আবেদন করুন
  • এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং
  • এবার এসএসসি-সমমানে পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার, কমেছে প্রায় ১ লাখ